বসন্তের উড়ো চিঠি 

বসন্তের উড়ো চিঠি 

-অমল দাস

 

ভালোবাসার উড়ো চিঠি দক্ষিণে বায় হাওয়ার টানে,

কে লিখেছে প্রেমের চিঠি সুর দিলো কে প্রেমের গানে?   

কোন পলাশে ফাগুন লেগে শিমূলতলায় লাল সাজে, 

কে ভাসালো প্রেমের আঁচল আবীর রাঙা মুখ লাজে!

কোন পিয়াসী পিয়াল বনে শুকনো পাতায় নূপুর পায়ে?

মঞ্জরী-মৌ গন্ধ মেখে, কোন মিষ্টি মেয়ে ঘুরছে গাঁয়ে! 

কে ডাকে গো বন্ধু সখা কোকিল কুহে হিজল ছায়?

আর পারিনা বাঁধতে পরাণ অস্ত বেলায় দৌড়ে যায়।

ঐ যে তার নীল শাড়িতে মেঘ ফুলেদের নাও সাদা,

রূপে ওড়না সবুজ বক্ষ’পরে রোদ শিশিরের যৌনতা।

মন যে কেন ডুবকি মারে ছলাৎ ঘাটের ঢেউ খেলায়,   

আড়াই প্যাঁচের গরম স্বাদে বসন্ত স্রোত শিব মেলায়।  

ফড়িঙ ডানায় ফুরফুরে মন চাঁদ হাসিতে পাগলামি,   

গোলাপ খামে উড়ছে হাওয়ায় এই চিঠিটা খুব দামী!  

কে ছড়ায় গো কাগজীফুল কে উড়ায় এ প্রেম চিঠি?

সে কি বসন্তীয়া চোখাড়ালে? জেনো, প্রণয় সম্মতি।    

শব্দ কতেক দিচ্ছে উঁকি আমার হৃদপুলকের বৃষ্টি জল,

যেথা ফাগুন চিঠির আনাগোনা মনকে বলি চলরে চল।

লিখছি বসে সমস্ত দিন আমি ভাবের ঘরে ভাব হারাই  

রোজ রাত্রি সকাল সঙ্গোপনে চিঠির তুমির সঙ্গ চাই।  

 

 

Loading

10 thoughts on “বসন্তের উড়ো চিঠি 

  1. চমৎকার লেখা।নান্দনিকতা পূর্ণ অনুভুতি।

  2. বাহ! অপূর্ব….. মুগ্ধতা একরাশ….

Leave A Comment