কবিতা

বিশ্বাস নাই

বিশ্বাস নাই
-শচীদুলাল পাল

 

অবিশ্বাসের বিষে সমাজ জর্জরিত,
ঘরে বাইরে বিশ্বাস অন্তর্হিত।
সর্বত্র সোসাল মিডিয়ার জালের ব্যাপ্তি,
দাম্পত্যে কাঁটা মোবাইলে তৃতীয় ব্যাক্তি।
রতিসুখকালে মনে ভাসে তৃতীয়জন,
দাম্পত্যে অবিশ্বাসের বাতাবরণ।
পিতামাতার উপদেশ চলেনা আজকাল,
সন্দেহ লাভারের উপস্থিতি বয়ঃসন্ধিকাল।
কন্যাশিশু স্কুলে বিশ্বাসের দাঁড়ি,
সর্বক্ষেত্রে ক্যামেরার নজরদারি।
বড় বড় বুলি নেতাদের ভোটের সময়।
অবিশ্বাসেও ভোট দেয় এই সময়।
ব্যাঙ্কে টাকা বিনিয়োগ বিশ্বাস নাই।
প্রাইভেট চাকরি আজ আছে কাল নাই।
হাসপাতালে ভুতুড়ে ভেন্টিলেশন বিল।
সঠিক চিকিৎসাতেও ভাংচুর মারো কিল।
কাজের মেয়ে জড়িত ডাকাতি হত্যায়।
কর্মলাভে বাবুরা কাজ করবে বিশ্বাস নাই।
অবিশ্বাসে বনরাজ সিংহ কেউ দেয়না সঙ্গ।
হাতির সঙ্গে নির্ভয়ে সাঙ্গপাঙ্গ।
আসল কি নকল সংশয়ে বিশ্বাস।
নোট হাতে ক্রেতা বিক্রেতার অবিশ্বাস।
সন্দেহের প্রবেশ যদি হয় জানালায়।
প্রেম বিশ্বাস দরজা দিয়ে পালায়।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>