কবিতা

ভালোর পথযাত্রী

ভালোর পথযাত্রী
-অমিত কুমার জানা

 

‘ভালো’ সুগন্ধি কুসুম সম ছড়ায় সৌরভ,
ভালো হওয়া তাই মনুষ্যত্বের গৌরব।
ভালো সূর্যালোক সম আলোক ছড়ায়,
মন্দের তমসা সেই আলোকেই ঘুচায়।
উত্তম পথের পথিক সততায় করে পাথেয়
অধম বড়ই অবুঝ সততায় করে হেয়।
ভালো হওয়া কাঙ্খিত,সমাজের হিতকর,
তাহলে সবাই সুখী হয় মনুষ্য আপামর।
ভালো হতে হয়তো পেরতে হয় কাঁটাপথ,
তবুও পরিশেষে মেলে সন্তুষ্টির বিজয়রথ।
ভালোর সংস্পর্শে অনেকে হয় ভালো,
ভালোরাই অধমের চোখে জ্বালে জ্ঞানের আলো।
কুকর্মকারী হয়তো পায় সাময়িক সুখ,
ভবিষ্যতে তার কুফলস্বরূপ পায় অযাচিত দুখ।
তাই আমিও ভালো হতে হই সদাসচেষ্ট,
ভালোর পথের পথিক হতে বুক পেতে নেব সব কষ্ট।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>