কবিতা

ওরা কারা

ওরা কারা
-প্রবীর রায়

 

পরণে ছেড়া বস্ত্র,আলুথালু মাথার চুল
পায়ে জুতো নেই,মুখ ভর্তি গোঁফদাড়ি
মুখে কিসব যাতা বলছে,বিশ্রী তার সাজ
পথে পথে ঘুরছে-পথটাই তাদের বাসভুঁই
আত্মীয়স্বজন,পিতামাতা সকলে পর করেছে
পরিচয় দিতে ভয় পাই সমাজের কাছে,সে-কে!
ডাস্টবিন খাবার আর নলকূপ জল নিত্য সঙ্গী
কেউ ঢিল ছুড়ছে,কেউ বাজে ভাষায় গালি দিচ্ছে
সবাই দেখছে তার পাগলামি আর মজাও লুটছে
কে সে,কোথা থেকে সে এলো,কি তার পরিচয়
কেউ এগিয়ে এলোনা,প্রতিবাদহীন হাত সবগুলো
ছেলে হলে রেহাই আর মেয়ে হলে ধর্ষণ চক্র রবে
তাদের মধ্যে কেউ হচ্ছে মা, কারোবা রক্তাক্ত লাশ
ওরা মরলে কিচ্ছুটি হয়না,কারণ ওদের কেউই নেই
না আছে সমাজ, না আছে প্রশাসন, না আছে মানুষ
তবে তাদের বেঁচে থেকে কি লাভ, মৃত্যুদণ্ড দাও ভারত পিতা।।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>