রেশমি ডায়েরি
-অমিতাভ সরকার
কত বিকেল তো নষ্ট হয়েছে। আজকের বিকেলটা নষ্ট হওয়াতে ভীষণ কষ্ট হচ্ছে ,কারন এ বিকেলটা বসন্তের রাঙানো বিকেল। পশ্চিমী ঝঞ্জা এসেছে,
সারাদিন সারারাত ধরে চলেছে অঝোরে বৃষ্টি।
জানালায় হাত বাড়িয়ে বসন্ত বৃষ্টির ছোঁয়া নিলাম, মনে মনে ভাবলাম এই দ্বিপ্রহরে তুমি যদি কাছে থাকতে। দু’জনেই খিচুড়ি রান্না করতাম আর চেটেপুটে খেতাম, কত গল্প হত।
আমি অনুভব করতে পারছি এই ঝড়ো হাওয়ায় পলাশ, শিমুল, অশোক ঝরে পড়েছে সিক্ত মাটিতে। বসন্তে ভেজা বর্ষার অনুভূতিতে প্রজাপতি, ভ্রমর শুঁকছে নব পল্লবে ঘেড়া আদিম কুসুমিত বিছানাকে।
রেশমি। তুমি অন্তত আজকের দুপুরের অনুভবটা তোমার ডাইরিতে লিখে রেখো প্লিজ। কোন এক এই বসন্তের পাতা ঝরা দুপুরে তোমার ডায়েরিটা
খুলে পড়বো, সাক্ষী থাকবে সেই চাঁপা গাছ।
আমিও লিখে রাখছি ক্লান্ত-অবসন্ন সিক্ত দুপুরের
গল্প। আমার সেই ছেঁড়া ডাইরিতে যেটা তুমি আগলে রাখতে বলেছিলে। বলেছিলে, এটাই তোমার একসময়ে কাব্যগ্রন্থ হয়ে উঠবে।