Site icon আলাপী মন

হিসেব

হিসেব
-তপন কুমার মাজি

 

কর্ষিত হচ্ছে মানবমাটি লক্ষ লক্ষ বুলেটে,
বারুদবীজ হচ্ছে‌ বোনা মগজের গিঁঠে গিঁঠে !

আসছে টাকা হাওয়ায় ভেসে,
উড়ছে টাকা হাওয়ায়,
মাটি কামড়াচ্ছে ভুখা মানুষ
চরমতম ক্ষিধায় !

পাল্টে যাওয়ার সংবিধানে যাচ্ছে পাল্টে
ক্ষমতার সীমারেখা,
ঘুর্ণায়মান পৃথিবীর সাথে ঘুরে যাচ্ছে
ইতিহাসেরও চাকা!

ঘুরতে ঘুরতে সুতোটা যেদিন হয়ে যাবে ঢিলে,
সেদিন টুকরো টুকরো হয়ে যাবে সবই হিসেবের গরমিলে!

Exit mobile version