আমার তুমি
-পায়েল সাহু
আজ মৃত আমি
সমস্ত পাগলামীটা দিয়ে গেছি স্ত্রী-ধন হিসেবে
আজ শূন্য আমি, মুক্ত আমি, রিক্ত আমি
হাওয়ায় ভাসে নির্ভার শরীর,
গভীর রাতে আমার সেই পাগলামি দিয়ে তুমি লিখলে কত গান, কবিতা
দেখে তৃপ্ত আমি;
দশ জনের মুখে ফেরে তোমার নাম
শুনে তৃপ্ত আমি;
কত প্রেমিকা, স্তাবক, গুণমুগ্ধদের ভিড়ে
হারিয়ে যাওয়া আমি;
তবু একলা ঘরে তোমার বানান ভুলে আমি
তোমার সমস্ত একঘেঁয়েমিতে আমি,
তোমার একফোঁটা চোখের জলে আমি,
জোর করে ভুলতে চাওয়ায় আমি,
জীবদ্দশায় তোমার জীবনে স্থান না পাওয়া আমি, আজ তোমার চোখের ঝরে পড়া জলে….
তোমার নামের বেঁচে থাকায় আমি।
বেঁচে থাকো তুমি, বোঝো পাগলামি কেমন হয়
বোঝো ভালবাসায় পাগলামির আনন্দ
ভালবাসো কাউকে…….
ক্ষত বিক্ষত হও রোজ;
তোমার সেই ক্ষতে বেঁচে থাকব আমি,
গভীর রাতের হাওয়া এসে ছুঁয়ে যাবে যখন সেই ক্ষতে;
জানবে আমি এসেছিলাম…..
ক্ষতের প্রলেপ দেওয়ার মিথ্যে চেষ্টায় ।।