বসন্ত কবিতা
-অমিতাভ সরকার
আমার কবিতা রং তুলি নিয়ে বসেনি।
আমার কবিতা তো এখনো দোল খেলে উঠতে পারেনি।
তুমি সেই প্রভাত সকালে সূর্যটাকে ধরে রাখলে মন্দার মনির সমুদ্র থেকে উঠে এসে অনাবিল পরীর সাজে সমুদ্র কন্যা হয়ে।
আমার কবিতা তখন দোল খেললো ।
আমার কবিতা তখন রং মেখে একাকার।
আমার কবিতা পৌঁছে গেছে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রাধিকার দোল খেলা দেখতে। আকাশ ঢেকে গেছে আবিরে আবিরে রামধনু রঙে।
আমি কিন্তু তোমায় দেখে চলেছি হে মন্দার কন্যা, হে সমুদ্র কন্যা, হে সূর্য প্রিয়া।
নীলাম্বরে অশোক ঝাঁপি, পলাশের আলপনা, শিমুলের নকশি কাঁথা আর আমার হয়ে আছো তুমি চৈতি সেজে।