মনের কথা
-পায়েল সাহু
মনের কথা মনই জানে
হাত বাড়ালেই বন্ধু মানে
আকাশ যখন মনের স্বরূপ
মেঘের আড়ালে প্রেম অটুট ।
আবার যখন মনের মতি
উজান বেয়ে দ্রুত গতি
মন কেবলই পিছুটানে
সময় শুধু প্রমাণ গোনে ।
তুষার শুভ্র হিমালয়ের মতো
কালিমা বিহীন মেঘের মতো
মন দুটি চলে উজান বেয়ে
মনের সংসার সাজিয়ে নিয়ে ।

5 Comments
Anonymous
Khub bhalo hoyechhe
Anonymous
Thank u 😊
Anonymous
প্রমান হবে নাকি প্রমাদ হবে ??@Payel sahu
Anonymous
প্রমাণ হবে।
Anonymous
মন যখন এগিয়ে যেতে চায় ,তখন সময় প্রমাণ দেয় ভালবাসার অস্তিত্বের,মনকে পিছুটানে ।