ভালোবাসা

ভালোবাসা
-তোফায়েল আহমেদ

 

ভালোবাসা আঁখির পলকে মোহনায় মিশে
হৃদয়ের জমিনে পরশে উদিত হয়,
চঞ্চল হরষে চমৎকার সু- স্বাস্থ্যময় সুখে,
জীবনের আসে বিশুদ্ধ মৌলিক জয়।

ভালোবাসা স্বভাব আদতে পবিত্র সুন্দর
অনুভূতির নদীতে ঢেউ খেলায়,
জীবনের পরতে পরতে স্নিগ্ধ সুধা জাগায়
সময়ের কোলে বেলা অবেলায়।

ভালোবাসা হলো জীবনের নির্যাস সারাংশ
মধুময় আবেশ ও মুগ্ধতা ছড়ায়,
দুটি প্রানের জমজ ধ্বনি সমতার মমতায়
মানসের বাঁধনে সোহাগে জড়ায়।

ভালোবাসা পিপাসার পিয়াস নিভৃতে চাষ
যুগলবন্দি অনুপম আহাজারী,
পৃথিবী সুন্দর লাগে ভালোবাসার বিকাশে
ফুলেল হাসির দোলন আহামরি।

ভালোবাসা হৃদয়ের শিকার,অনুভবে আহার
চলনে বলনে অনিন্দ মুখরিত,
সুখের বন্যায় প্লাবিত হয় জীবনের রসায়ন
প্রকৃতির সবুজের সম অবারিত।

ভালোবাসা দলিত মথিত তরুণ তরুণীর যশ
উজ্জ্বল স্বচ্ছ নন্দিত উছলিত,
মনের ডাকে মনের প্রাকৃতিক দৌড়, পবনের
স্রোতে,দৃষ্টির মিলনে উদ্ভাসিত।

ভালোবাসা একটি অসুখের মহামারির নাম
সঙ্গতে অধিকার হারিয়ে গোপনে খোঁজে,
আজীবন তার ছায়াবাসে তীর ভাঙ্গা গর্জন
চলে, রঞ্জিত হয় ব্যথার ছোবলে রোজে।

Loading

One thought on “ভালোবাসা

Leave A Comment