পহেলা বৈশাখ

পহেলা বৈশাখ
-তোফায়েল আহমেদ

 

পহেলা বৈশাখ এসেছে নিয়ে বাঙ্গালী মনে
বাংলা মাসের গণন,
সম্রাট আকবর এই দিনে বাংলাভাষীদের
কাছে হন বিশেষ ভাবে স্মরণ।

মোঘল সম্রাট আকবরই প্রথম করে যান
বাংলার হিসাবের মূল্যায়ন,
সেই থেকে চলে আসছে প্রতি বছরই এই
বৈশাখের নন্দিত আয়োজন।

বাংলা হলো মোদের হৃদয়ের নির্যাস ভাষা
আপনের কথা বলে,
প্রিয় জীবন যাপনের প্রতিটি পর্যায়ে সবাই
এই ভাষাতেই চলে।

সব বাঙ্গলীরা ঘরে বাহিরে পহেলা বৈশাখে
ভালো খাবারের করে আয়োজন,
আনন্দ উল্লাসে গানে, নব পোশাকে বরণ
করে পহেলা বৈশাখের আগমন ।

সকালের নাস্তা করে পান্তা ইলিশ মরিচ দিয়ে
অনেক ঘরে দেখেছি,
একটা নব ইচ্ছার বিকাশ, কিন্তু বাধ্যতামূলক
নয়, তবু কেহ তাহা পালন করেছি।

বৈশাখ মূলত সারা বছরের ব্যবসার হিসাব
শেষ করে,নতুন হাল খাতা খোলে,
কাষ্টমার বরনে অনুষ্টানের আয়োজন করে
মিষ্টির আগে ইলিশ খায় ঝোলে।

বৈশাখের বরণ, করে বাংলা বছরেরই স্মরণ
ইহা বাঙ্গালীর স্বকীয় ঐতিয্য,
সকল বিভেদ ভূলে গিয়ে সুখ শান্তিতে শ্রেষ্ঠরা
বসবাস করবে ভাষার মলিনতা হবে ত্যজ্য।

Loading

Leave A Comment