জীবন
-তমালী বন্দ্যোপাধ্যায়
সকাল হলেই সূর্যোদয়। কমলা আলো মেখে দিনের শুরু।
তারপর পেরিয়ে যায় কত ঘন্টা-মিনিট-দিন-রাত্রি।
ঋতুরা বদলায়,বদলে যায় ক্যালেন্ডারের পাতা।
জীবন এঁকে চলে নানান রঙের ছবি।
মনের ক্যানভাসে লাল,নীল,হলদে,সবুজ,ধূসর, কালো–কত রঙের রঙ পেনসিলের আঁকিবুঁকি।
ছুটে চলা জীবনের এক অধ্যায়ের শেষে শুরু হয় নতুন আরেক অধ্যায়।
স্মৃতির ঝুলি থেকে বেরোয় নানান রঙের নানান গন্ধে ভরা স্মৃতি।
জীবন মানে প্রেম।
জীবন মানে উৎসব।
জীবন মানে রঙীন ফাগুন মন।
যখন প্রথম প্রেম আসে জীবনে রঙীন মন তখন তোলপাড়।
রঙমিলান্তি মন তখন হাওয়ায় ভাসে।
সপ্তপর্ণীর ঘাট পেরিয়ে,ছাতিম ফুলের গন্ধ মেখে সে ছুটে যায় তোমার তটভূমিতে।
স্বপ্ন দেখে মন,অপেক্ষায় থাকে একবার শুধু একবার যদি তার নাম ধরে ডাকো।
যদি বাড়াও তোমার হাত,আলতো রোদের মত উষ্ণতায় জড়িয়ে ধরো।
মন জুড়ে তখন মুঠোভরা খুশী।
এইভাবেই জীবনের সাথে শুধু ছুটে চলা।
এই গল্প শেষ হয়না,যেমন শেষ হয়না তোমার আমার স্বপ্ন দেখা।।