কবিতা

কেন যে!

কেন যে!
-কৃষ্ণ বর্মন

 

শান্ত বিকেল সোনালী সকাল
তারা খসা রাত মলমল পথ
সজ্জিত রথ—-
কথা দেওয়া এর কোনোটাই তোকে দেওয়ার মতো সামর্থ্য
আজো গড়ে ওঠেনি আমার।
কথা আর কল্পনার কারসাজিতে
স্বপ্নের বুননে পারদর্শী ছিলাম যতটা
বাস্তবে তার চেয়েও আনকোরা আমি।

আদর্শ প্রেমিক ছিলাম আমি
দার্শনিক সহযাত্রী নই।

ভীষন বোকা তুই।

আজও কেন যে বিশ্বাস করিস!
ভরসা রাখিস আমার উপর!

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>