কবিতা

দূরত্ব

দূরত্ব
-পারমিতা ভট্টাচার্য

 

আমরা দু’জন মনের ঘরের পড়শী,
তবু দূরত্বটা অনেক আলোকবর্ষী।
বুকের মধ্যে আগল ভাঙ্গা কথা,
তবু বলতে গেলেই আসে অনেক বাধা॥

প্রবল তাপে ক্লান্ত যখন তুমি,
কাঠফাটা হয় মনের তটভূমি।
তখন আমি শীতল বাতাস হয়ে,
তোমার দীঘল নয়ন দু’টো চুমি॥

তুমি যখন কঠিন আঘাত সয়ে,
নদীর মতো চাইতে যেতে বয়ে।
আমি তখন আমার হৃদয় তটে,
আটকে রাখি দু’ হাতখানি দিয়ে॥

আমার থেকে যেতেই পারো দূরে,
ফেলতে পারো আমায় আস্তাকুঁড়ে।
তবু, আমরা দু’জন মনের ঘরের পড়শী,
তবু, দূরত্বটা অনেক আলোকবর্ষী॥

 

Loading

One Comment

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>