কুসুম ঝরা
-পলি ঘোষ
কুসুম ঝরা এই বনপথে
তোমার আশায় মুকুলগুলি
চেয়ে আছে আজি প্রভাত হতে।
তোমার আশার অনুরাগে
আমারই হৃদয় মাঝে শিহরণ জাগে।
তাই তো কন্ঠে বাজে কুহুর কুজন,
আজ আমি নিজেকে ভাসিয়েছি,
তোমারই এক চিলতে রৌদ্রোজ্জ্বল মিষ্টি হাসিতে আকাশের আলোর স্রোতে ।
ভোরের প্রথম আলোয় তোমায় দেখার অপেক্ষায়।
তাই তো তোমার প্রতীক্ষায় প্রতি প্রহরে ধূসর চোখে স্বপ্ন আঁকা ।
তোমার দু’চোখে স্বপ্নে মাখা
স্বপ্নে ভেজা সেই চোখের টানে,
কোমল পলি মাটির উর্বর লাল গালিচায় শুধুই আজ তোমার অপেক্ষায়,
হৃদয় জমিনে সযত্নে রেখেছি প্রিয়,
তাই তো প্রতি প্রহরে মনের গহীনে বাসর সাজাই,
এ মন আজ নীরবে ভেসে যায় তোমার মনের শূন্য পানে।
নীল রঙের কিছু স্বপ্ন আঁকি তোমার আমার মনের নীরবতার নয়নে নয়ন মেলে।
এখন ও তুমি আমার কবিতা হয়ে থাকা এক মিষ্টি প্রেমের কাব্য ।
আমি বিনিদ্র রাত কাটিয়েছি তোমার মনের আঙিনায়।
এক গভীর ঝড় উঠেছিল বুকের গহীনে স্তব্ধ নিথর মূক ।
ঐ নীল আকাশ আর বিশাল জলরাশি সাক্ষী হয়ে থাক আমার স্বপ্নের প্রেমের কাব্যের।
আমি যে তোমাতে ডুবে ভুলি আমার অতীত।
কল্পনায় সাগর তীরে হাঁটি তোমার হাতে হাতটি ধরে বর্তমানকে সাক্ষী রেখে।
ঢেউয়ের মাঝে বিলাই তোমার আমার বর্তমান।