একটু ভালোবাসা দেবে

একটু ভালোবাসা দেবে
-সোমা বৈদ্য

 

এই একটু ভালোবাসা দেবে আমায়?
আলো আঁধারে মিলে মিশে শুধু’ই
নীরবতা পালনে ব্যস্ত শহর।
এখন নির্জন পথে স্মৃতির সাথে পথ
চলছি একলা,
ভীষণ একাকী তোমাকে ছাড়া,
আমি তোমার নিঃস্তব্ধ নীরব শহরের
পথিক হতে চাই।

এই একটু ভালোবাসা দেবে আমায়?
একটু যদি তোমায় পেতাম আলতো
করে ছুঁয়ে যেতাম।
তোমার একেকটা দীর্ঘশ্বাসের বকুল
হতাম,
তোমার বুকে অভিমানগুলো লিখে
দিতাম।
একটু যদি তোমায় পেতাম যত আছে
মনের ব্যাথা ভুলিয়ে দিতাম,

এই একটু ভালোবাসা দেবে আমায়?
তোমার একলা ঘরের সঙ্গী হতাম।
ভোরে ফোটা ফুলগুলো’ও অপেক্ষারত
প্রথম সূর্যের আলোর ভ্রমরেরাও করে
আনাগোনা,
আমারো দিশাহীন সেই অপেক্ষার প্রহর
গোনা।
বড্ড এক ঘেয়ে বন্দী ঘরে জীবন কাটছে
আমার,
আমিও যে তোমায় ছাড়া ভীষণ একলা।
একটু ভালোবেসে দেখো বদলে নেবো
ঠিক তোমার মনের মতোই,

এই একটু ভালোবাসা দেবে আমায়?
পুর্ণিমা রাতে আকাশের বুকে নিঃস্তব্ধ
চাঁদটা বড্ড একলা।
সেও বুঝি অপেক্ষা করছে অন্য কারো,
গোধুলি বেলার ঘরটা একলা নিজেকে
যেন হারিয়ে ফেলি তারই মাঝে।
সত্যি আমি তোমায় ছাড়া ভীষণ একলা,
একটু আমায় ছুঁয়ে দেখো যেন চাতক
পাখির প্রাণ ফিরে পাবে।
এই একটু ভালোবাসা দেবে আমায়।।

Loading

Leave A Comment