কবিতা

ওরে শোন

ওরে শোন
-পায়েল সাহু


দেখলি কেমন হারিয়ে গেলাম
হঠাত্ করেই বদলে গেলাম
ভেবেছিলি নাকি এমন হবে ??
হাত বাড়ালেই ছুঁতিস যাকে
দিবারাত্র তোর গন্ধ মেখে
বেঁচে থাকার গান সকালসন্ধে
কি হলো এমন হারিয়ে দিলি
জোর করে তাকে তাড়িয়ে দিলি
তাড়াবি যদি কেন টানলি ?
বুকের মাঝে জায়গা দিলি ??
ভালবেসে এতো কষ্ট দিলি ?
দ্যাখ না একবার চোখটি তুলে
গেলি নাকি তার মুখটি ভুলে ?
দিনরাত তার বকম বকম
লাগত খারাপ যখন তখন
তুই ছাড়া যে কেউ নেই আপন
এটাই ছিল একমাত্র কারণ ।
তুই হয়ত ভালোই আছিস
ধুলো ঝেড়ে বেঁচে গেছিস ।
শোন না ওরে,শিখিয়ে দে না
ভালোবেসে ঠকানোর মন্ত্রখানা
আমিও বাঁচি জীবন খানা
আর সয়না এ যন্ত্রণা !
দিন রাত সব একই লাগে
অসহায় প্রাণ শান্তি খোঁজে
শান্তি সে তো তোর কোলেতে
তোর হাসিতেই মন গলে যে !
কিসের এত কান্না বলতো
মন গলানোর চেষ্টা যত ।
শুরু থেকেই যে করেছি ভুল
এখন তার দিচ্ছি মাসুল
ভরসা শুধুই চোখের জল
ভোলায় দুঃখ অবিরল ।
শোননা ওরে ,বলছি আমি
মন নিয়েছিস অনেক দামী ।
সেই যে এক্ মধ্য রাতে
মন নিয়েছিস চুপিসাড়ে
ফিরিয়ে দে যেমন ছিল
ধুলো মাখা, কাঁটা ওলা
সঙ্গে দিস কয়েকটা বছর
ভালবাসার রং মাখা ভোর
মিথ্যে যত স্বপ্ন আশা
মিথ্যে যত স্বপ্নে ভাসা ।
মন কেমনের ঠিক ওপারে
রয়েছিস যে তুই দাঁড়িয়ে
রইলি নাহয় মুখ ফিরিয়ে
ভাল মন্দ যা কিছু আমার
মনে মনেই বলব তোরে
তুই ছাড়া যে আজো তেমন
নেই বুঝি আপন কোনো প্রিয়জন ,
তবু আমি হারিয়ে গেলাম
চোখের সামনে ঝাপসা হলাম
ভালো থাকিস,সুখে থাকিস
আর যেন কারো মন না ভাঙ্গিস ।

Loading

2 Comments

Leave a Reply to Payel SahuCancel reply

You cannot copy content of this page