প্রতিদান
-এইচ এম বাবু মৃধা
নিজেকে ভালোবাসার আগে
আমি ভালোবেসে ফেলি অন্যকিছু।
একবার ভালোবাসে ছিলাম আকাশ;
সেই থেকে তার বিস্তৃত বুকে রোজ একখানা চিঠি লিখে আমায়।
ভালোবেসে ছিলাম বাতাস;
অতঃপর সেতো আমার হতাশার দীর্ঘশ্বাস,
তার বিস্মিত অনুভূতিতে আমার সকল ব্যর্থতা ভুলায়।
গহীন অরণ্য ভালবেসেছি;
সেও নিরাশ করেনি আমায়
বানিয়েছিল অরণ্যবাসী,
তার গভীর নির্জনতা আজ আমাকে
একলা চলতে সেখায়।
ভালবেসেছি রাতকে একবার;
দিয়েছিল সে অজস্র প্রেম।
পেয়েছি চাঁদ, পেয়েছি আদর মাখা জোসনা,
রাতের অন্ধকার ও নিঃশব্দ পেয়েছি;
চাঁদের সাথে এখন আমার নিত্যদিনের প্রেম লীলা!
ভালোবেসে ছিলাম দুঃখ;
ভালোবাসা যে সবার শীর্ষে তাঁর।
শেষ নিঃশ্বাস পর্যন্ত সংগ্রাম চালাবে সে
আমার হয়ে স্বার্থপর সুখের সাথে।
সেই শুরু থেকে নিজেকে ভালোবেসে এখনো পাওয়া হয়নি কোন অনন্য প্রতিদান।
তাইতো নিজেকে ভালোবাসার আগে
আমি ভালোবেসে ফেলি অন্যকিছু।