কবিতা

মানুষ মানুষের জন্য

মানুষ মানুষের জন্য
-পাপিয়া ঘোষ সিংহ

 

ঈশ্বর, আল্লাহ ,আছেন জানো কেহ?
মন্দিরে মসজিদে পুড়ছে কত দেহ!
মার কোল খালি করে সন্তান ছাড়লো পৃথিবী,
এখনো ধর্ম নিয়ে যুদ্ধ করে যাবি?

মন্দিরে হয় শিশু ধর্ষণ, মহাদেব দেখেন চোখ মেলে,
মসজিদে হ’ল বিষ্ফোরণ, শান্তি কোথায় গেলে?
রক্ত, হানাহানি ভুলতে দেয় না হিংসা,
ধর্মজীগির পারে না করতে, এসবের মীমাংসা।

তোমার, আমার ধর্মবিভেদ কোথাও কিছু নাই,
মন্দির, মসজিদ, গীর্জা মানুষের তৈরি ভাই।
তোমার রক্ত যেমন লাল, আমার রক্ত‌ও লাল,
উন্নততর এদেশ জুড়ে এ কী শিক্ষার হাল!

মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে স্বার্থপর,
মানবধর্ম সবার সেরা, সবে তাতেই র‌ই অনড়।

তুমি, আমি, সে একজোট হয়ে শিক্ষা নেবো, শিক্ষা দেবো।
অখণ্ড রাখি আমার এদেশ, সকলে শপথ নেবো।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>