কবিতা- সেলফি

সেলফি
-শচীদুলাল পাল

 

সেলফি তোলো সেলফি তোলো ,
দিনটা গেলো রাতটা ভোলো ,
কে আসলো কে ই বা গেলো।
তাই যদি হয় কি বা হলো,
মিষ্টি তুমি লাগছে ভালো ,
হাসিমুখে সেলফি তোলো ।

কাক ভোরে ঘুমের ঘোরে ,
রোদে পুড়ে ভর দুপুরে ,
গভীর রাতে ছাদের খাটে
ধানের ক্ষেতে পুকুর ঘাটে ,
সেলফি ওঠে সেলফি ওঠে।
সেলফি বিনা জান যে জোলো।
সেলফি তোলো সেলফি তোলো।

সামনে ট্রেন এসেই গেল
মরবে তবু সেলফি তোলো
নদীর জলে মুন্ডু তোলো।
পথের মাঝে সেলফি তোলো।
বনবাদাড়ে ঝিলের পাড়ে ,
পাহাড় খাঁজে নজর কাড়ে
দেখতে দে না কেমন হলো ,
সেলফি তোলো সেলফি তোলো

বউ ন্যাকা, স্বামী বোকা ,
পোজ দিয়ে ভেবাচেকা।
দাঁত কেলিয়ে কিংবা রেগে
সেলফি তোলো ঝড়ের বেগে ।
ছুকরি মামি গুঁফো মামা ,
হিরো কাকার ফেসান জামা ,
চুলের ছাঁটে গগন ফাটে ,
জগিং করতে রাস্তা ঘাটে,
বাইরে খেলে স্বাদ কি পেলে
হাঁটছো যেন দুলকি চালে
সিনেমা হলে শপিং মলে ,
জোড়ায় জোড়ায় দলে দলে,
বন্দী কর সেলফি তুলে ,
কে কি বললো বয়েই গেলো,
সেলফি তোলো সেলফি তোলো

পাড়ার মেয়ে খোলা চুলে ,
স্কুটি চেপে স্পীড তুলে ,
পুরানো প্রেমিক সব ভুলে
সেলফি তোলে মন খুলে ।
নিরালা মাঠে প্রথম দেখা,
ধুকপুক বুকে প্রথম কথা।
প্রথম প্রেম ভয়ে মরি,
সেলফি নিতে ভয় করি।
ক্লোজআপে বাড়াবাড়ি !
বুকে মাথা চোখটা খোলো…
সেলফি তোলো সেলফি তোলো

রং মেখে কাজল চোখে,
জিভ ভেঙিয়ে ছুঁচো মুখে ,
দেখতে তুমি হট্ না কুল্
লাগছো তুমি বিউটিফুল ,
লাইক দিলো কমেন্ট দিলো।
সেলফি তোলো সেলফি তোলো

রংটা কালো লাগছে ভালো ,
একটু হেলো লাগবে ভালো।
কালচে শাড়ি দুষ্টু ভারি ,
মডার্ন টপে কিউট নারী ,
রেগেমেগে মিষ্টি হেসে
কাছে এসে ভালবেসে ,
দেখা হলো সেলফি তোলো,
সেলফি ছাড়া বৃথাই গেল।

বর কনেতে সোহাগ রাতে
পিরিত ভুলে সেলফি তোলে,
গয়না গাঁঠি খুলে ফেলে,
সবকিছু শিকেয় তুলে,
জড়িয়ে ধরে সেলফি তোলো।
সেলফি তোলো সেলফি তোলো

নৌকা উলটে ডুবছে জলে,
সবার সাথেই সেলফি চলে,
ঝগড়াঝাঁটি গন্ডগোলে,
চলন্ত ট্রেন উল্টোলে।
ভেঙে পড়া উড়ালপুলে,
ভূমিকম্পে বন্যার জলে।
খরতাপে ঝড় বাদলে।
রণে বনে জলে জঙ্গলে
টাকা দিয়ে চাকরি পেলে
সেলফি তোলে সেলফি তোলে।

কবি বাসরে পিকনিক স্পটে
হাটবাজারে, শ্মশানঘাটে
পড়ো শুয়ে, মড়ার খাটে,
বল্ হরিবোল কাঁধে তোলো,
শেষ বারটি, চোখ তো খোলো
আগুন জ্বলে সেলফি তোলো।
সেলফি তোলো সেলফি তোলো
সেলফি তোলো সেলফি তোলো।

Loading

2 thoughts on “কবিতা- সেলফি

    1. আপনার নাম ও ফোন নম্বর দিয়ে মন্তব্য করুন।

Leave A Comment