কবিতা- ইচ্ছে মা

ইচ্ছে মা
-সুজিত চ্যাটার্জী

আমি মেয়ে, বোন, দিদি, কাকিমা
বৌদি, প্রেয়সী, বৌমা, ঘরণী
শুধু মা নই।

কি এক কুন্ঠিত লজ্জা
কুয়াশা ঢাকা শীতল অনুভূতি
কাঁপুনি ধরায় মনে।

ইচ্ছে তবে কি ইচ্ছেই থেকে যাবে মনে
অন্ধকার নিরাশা কুঠুরির বাইরে
এতো আলো,
পেতে পারি না কি একবার তার ছোঁয়া ?

সমাজ সংসার বড় বালাই
প্রশ্নবাণে প্রাণ ওষ্ঠাগত
বোঝাব কাকে এ যাতনা কত।

এখন বড় তার নাম আসে মনে
দয়াময় হে জগৎ পিতা,
তুমিও কি বঞ্চিত করবে আমায়?
নারী জনম যে বৃথা যায়
মাতৃত্ব বিনা, মা ডাক হীনা।

আজ ভাষা দিবস,
মায়ের ইচ্ছে ভাষা রূপ পেয়েছে বাস্তবে
চেয়ে দ্যাখো,
মায়ের কোল আলোর ঝর্ণা ধারায় উদ্ভাসিত।
বহু আকাঙ্ক্ষিত, মনের কোনে লুকিয়ে থাকা
ইচ্ছে নদী মায়ের দু’ চোখে।
এই তো আমার ইচ্ছে,
ওরে ওরে দাঁড়া দাঁড়া,
আমায় দু’ চোখ ভরে দেখতে দে ক্ষণকাল।
ওরে আমার প্রাণভোমরা
শুধু একবার মা বলে ডাক, একটি বার।
ইচ্ছে হয়ে ছিলি হৃদয় মাঝে, এবার
প্রাণ হয়ে থাক প্রাণের মাঝে,
অনন্ত কাল অনন্ত সময় অনন্ত জীবন
থাকি আমি ইচ্ছে মা হয়ে, ইচ্ছের মাঝে ।

Loading

Leave A Comment