কবিতা- ঘামের মূল্য

ঘামের মূল্য
-ডাঃ নীলাঞ্জন চট্টোপাধ্যায়

 

ঘাম ঝরেছে মাঠের আলে, সোনায় ঝরা ধানের শীষে-
ঘাম ঝরেছে ভানতে ও ধান, মাঠে মাঠে ফসল হাসে।
ঘাম ঝরেছে তপ্ত উঠোন, হাপর টানে কামারশালায়
ঘাম ঝরেছে মাঝির হালে, হাতুড়ি পড়ে কারখানায়।।

ঘাম ঝরেছে,ওই শিশুদের, হারালো যারা দুধের বাটি-
ঘাম ঝরেছে, পাথরভাঙা ওই রমনীর, অভাব যার নিত্য সাথী।
ঘাম ঝরেছে, মা, বোনেদের হাসিমুখে, গৃহশ্রমের অর্ঘ দিতে –
ঘাম ঝরেছে, শিক্ষাদানে, কাছারিতে, রোগ তাড়াতে মহান ব্রতে।।

ঘাম ঝরেছে, সবাই যাঁরা, সহজ পথে, শ্রম দিল ওই “রুটির” খোঁজে-
ঘাম ঝরেছে, নাট্যকলা,সাহিত্য,আর চারুকলা, নৃত্য, গীতে ।।
ঘাম ঝরেছে দেশগড়তে, শতমতের ঐক্য নিয়ে আইনসভায়-
ঘাম ঝরেছে, বৈরীতাকে মুছে ফেলে, কুসুম ফোটার স্বপ্ন দেখায়।।

Loading

8 thoughts on “কবিতা- ঘামের মূল্য

Leave A Comment