কবিতা- রবিঠাকুর

রবিঠাকুর– ডাঃ নীলাঞ্জন চট্টোপাধ্যায়     এসে গেলো আরেকটি পঁচিশে বৈশাখ –রবিঠাকুর – তোমার জন্মদিন।তবে একি শুধু জন্মদিন! জন্মদিন বলবো না একে ,এযে এক জন্মোৎসব, এদিন এক সাগরকে সরবে ছুঁয়ে দেখার দিন-যে উৎসবে সংস্কৃতির সব ধারা,নদী হয়ে মিশতে চায়, ছুঁতে চায় এক সাগর –মহাসাগরীয় গভীরতায় এক হিল্লোল তুলে। পঁচিশে বৈশাখ, বাইশে শ্রাবণ,আবার  নতুন বছরের প্রথম দিন,তোমাকে ঘিরে ভালবাসা […]

কবিতা- মেঘলা মনে

মেঘলা মনে– ডাঃ নীলাঞ্জন চট্টোপাধ্যায়     মেঘলা মনে, আজও আকাশ হাসেআজও লুকিয়ে রাখতে চায়,নিভে যাওয়া প্রদীপটাকে;একটু আগেও একফালি রোদ্দুরসেই আকাশে ছিল,এখন তা যে আর নেই! আকাশ তার ক্ষতকে অনেক দিন ধরে,লুকিয়ে রেখেছিল, তার বুকের মাঝেরক্তক্ষরণ হত অনেক, তবুযন্ত্রণা সয়ে, হাসিমুখে দিনযাপন –সবাইকে নিয়ে;সেই ক্ষতকে সামলে পথ চলাতবু তাকে সবার সামনে,হাট করে খুলে দেওয়ার ইচ্ছে,আকাশের […]

কবিতা- সাগর

সাগর– ডাঃ নীলাঞ্জন চট্টোপাধ্যায়     সেই ছোট্ট জলরাশি নিয়ে এক নারীহৃদয় ;যার বুকে শুধু সবাইকে নিজের করে নেবার ইচ্ছে;ভালবেসে সবাইকে হৃদয়ের মাঝে, জড়িয়ে রাখবার ইচ্ছে –সে শুধু একটা নদী হতে চেয়েছিল,বহমান ভরা জোয়ারের এক নদী ;যে পলি তার চলার পথে ছিল, এক হলুদ বিকেলে কোথায় যেন মিলিয়ে গেল–আষাঢ়ের সকালে প্রথম কদম ফুটেছিল সেদিন।। জোয়ারের […]

কবিতা- নববর্ষ

নববর্ষ– নীলাঞ্জন চট্টোপাধ্যায়     একদিন ঠিক কালের নিয়মে,পুরানো সকল যায় যে থেমেতিনশো পয়ষট্টির গেরোর গ্রহনেনতুনের আগমনে।এসে যায় গুটিগুটি নতুন বছর,পুরনো পোশাক ফেলেরাজার সিংহাসনে, নতুনের অভিষেকে-রঙিন চোখটি মেলে –সাজ সাজ রব, সরে যায় চৈতালি রাত,অশ্রুসজল ম্লানমুখে। এলো বৈশাখ এলো নবসাজে, পুরিয়ে যত আবর্জনা –শেষ চৈত্রের রাত দিয়ে গেল যে অভিষেকের আল্পনা।সে কবিতা, গান, ছন্দে, সুরে, […]

কবিতা- জননী জন্মভূমিশ্চ –

জননী জন্মভূমিশ্চ – ডঃ নীলাঞ্জন চট্টোপাধ্যায়     ৷ ৷ ১ । । মা আছেন অজ গাঁয়েতে, একটি ভাঙা ঘরে,বর্ষাকালে ঘর ভেসে যায়ফাটে চাঁদি ভাদ্দরে।মায়ের বাছা পায়না সময়-সময় কাটে পার্টিতে,কুচকায় নাক “ভিলেজ” বলে,বলে, “ওসব জায়গা আমার পছন্দ নয়”ওসব ভীষন নাকি “ডার্টি” যে,!চারিদিকে বন্ধু স্বজন, আলো ঝলমল –ভাবে আত্মজ, মায়ের আঁচল,এত ধরবার কি প্রয়োজন!অনাদরে, অনাহারে মায়ের শরীর,যায়, […]

কবিতা- উনিশের বুকে

উনিশের বুকে– ডঃ নীলাঞ্জন চট্টোপাধ্যায়     আঠারো আমায় করেছে তরুণ,পুঁথি নয়, দিনপঞ্জিকা দিয়ে পাঠ-জেনেছি প্রাজ্ঞ উনিশে, দামাল হৃদয়আগুন জ্বেলে, মোছাবে আঁধার – রাত।। অবহেলা মেনে, অপমান সয়ে,উনিশই পারবে, সাঁঝ,রাত ছুঁয়ে-ভোরের কপালে, রাজটীকা এঁকে,দিতে এনেই সিংহাসন , দিনের বুকে।। লাঞ্চনা, যত অন্যায়, ঘটে যায়;উনিশের বুকে ততই বেজেছেএকশো হাতুড়ির ডঙ্কা, তীব্র নিনাদ-আগ্নেয়গিরি সম, বুকে জমা প্রতিবাদ।। […]

কবিতা- ভাঙন

ভাঙন– ডাঃ নীলাঞ্জন চট্টোপাধ্যায়     যা চাওনা তোমরা, তাই ভেঙে ফেলো –লেখা, রেখা, সব শিল্পকলায়, আগুন জ্বালো! যা চাওনা তোমরা, তাই ভেঙে ফেলো –লেখা, রেখা, সব শিল্পকলায়, আগুন জ্বালো,তোমরা তো মনের সুখে, আগুন জ্বালো। ভেঙে ফেলা তো সহজ খুবই, সৃষ্টি করতে পারো!সভ্যতা যা বুকে ধরে আছে,তোমাকে বাঁচিয়ে;তাকেও হত্যা করো!তোমরা তো মনের সুখে আগুন জ্বালো! […]

কবিতা- নারীদিবস

নারীদিবসডাঃ নীলাঞ্জন চট্টোপাধ্যায়     সারাবছর কতরকমের দিবস,কড়া নাড়ে, আসে আবার চলেও যায়-চলে যায়; বাদ্যি- বাজনা বাজিয়ে,বেশ হৈ হট্টগোল, কলরব করে।প্রচারের নিনাদ, অনেক অন্ধকারকেইঢেকে দেয়;যে আলোর বন্যায়চারপাশে হাজার সূর্যের বিচ্ছুরন,তাকে অনেকসময় মেকী মনে হয়-।পুজোর আবহ রচনায় কোনকার্পণ্য নেই, তবু কি পুজো হয় পরিপূর্ণ!কাঁসরঘণ্টায় পুজোর আয়োজনের ছোঁয়া-উৎসবের আমেজ,নারীদিবস আজযেমন করে কাল ছুঁয়ে গেছেমাতৃদিবস,বন্ধুত্বের দিন,পিতৃদিবস,ভালোবাসার দিন-আরো কত,এমন […]

কবিতা- রক্তদান

রক্তদান– ডাঃ নীলাঞ্জন চট্টোপাধ্যায়     জল যেমন জীবনের অন্য একটি নাম,তেমনই রক্ত জীবনের একটি প্রতিশব্দ যেন-বুঝেছিলাম সেদিন, যেদিন মাঝরাতেআমার দরজায় কড়া নেড়েছিল কেউ ;আমি দরজা খুলতে ভয় পাচ্ছিলাম,যদি কোন বিপদ সেই নিকষ কালো অন্ধকার ভেদ করে,আমার ছোট্ট ঘরটাতে ঢুকে পড়ে,তার হায়নার মতো থাবায় আমাকে ক্ষতবিক্ষত করে তোলে ;আবারও, করাঘাত আমার দরজায়পাঁচবার, ছবার, সাতবার – […]

কবিতা- অপরাধী

অপরাধীডাঃ নীলাঞ্জন চট্টোপাধ্যায়     আহাঃ, আঠারো পেরোলে তবেই তো সত্যি অপরাধী!ষোলো বা তার আগে কেউ কি আর দাগী!প্রতারণা, ধর্ষণ, খুন, রাহাজানি-“চোদ্দোয় অপরাধী! বয়স তো কম;ও তো নাবালক জানি!” যদি খসে যায় কারো জীবনের তারা;যারা খসিয়েছে, হয় যদি নাবালক তারা-জেনো, দোষ দিতে হয়না তো আঠারোর আগে,আইনেই বাঁচে, মরে;ধিক! বড়ো অদ্ভুত লাগে। প্রতিবাদ, প্রতিরোধ আজও মাথা […]