কবিতা

কবিতা- তোর সাথে

তোর সাথে
-তমালী বন্দ্যোপাধ্যায়

 

ধরনা আমার হাত দু’টোকে তেমন জোরে।
হাতের আঙুল আঁকড়ে থাকুক আঙুল চেপে।

বলনা রে তুই মনের কথা তেমনি করে।
মনের আগল দেনা খুলে তেমনি ভাবে।

এখন আমার ইচ্ছেগুলো চাইছে পেতে তোরই ছোঁয়া।
চাইছে এ মন বৃষ্টি ভিজে, পার হয়ে যাই, আবছায়া পথ তোরই সাথে।

চ’না রে তুই,যাই ছুটে ওই রাস্তা ধরে।
পলাশ,শিমুল,কৃষ্ণচূড়ার পাশটি দিয়ে।

এখনো যে ইচ্ছে করে,চুপটি করে বসে থাকি।
মাথা রাখি তোরই কাঁধে।

কেনো যে তুই বুঝিস না’রে কোনকিছুই।
জানিস আমি অগোছালো তেমনি আছি।
কথাগুলো বুকের ভেতর বাদল দিনের মেঘের মত,
কিছু আবেশ মনের কোনে মিশে আছে।
তাইতো আজো অভিমান আর রাগ করি যে মিছিমিছি।

এখনো যে স্বপ্ন আঁকি চোখের পাতায়।
নে’না আমার স্বপ্নগুলো তোর মনের ওই স্বপ্নডিঙায়।
চ’না রে ফের দু’জন মিলে স্বপ্ন সাজাই।
মিথ্যে হওয়া স্বপ্নগুলো সত্যি করি।

মিথ্যে হওয়া স্বপ্নগুলো সত্যি করি।।

Loading

2 Comments

  • Manashi Chatterjee

    মন যখন স্বপ্নের জন্য তৈরী থাকে তখন পরিবেশ,পরিস্থিতি সে স্বপ্ন নিই আগিয়ে যেতে দেয় না।আবার পরিবেশ,পরিস্থিতি যখন তোমাকে ভাবাবে স্বপ্ন দেখতে তখন মন এতোটাই ক্লান্ত যে আর ভাবতে চায় না।

    তবে স্বপ্নকে ছাড়া নেহী চলেগা।
    👍👍👍👍👍👍👍👍👍👍👍
    ভালোবাসা ই তো স্বপ্ন।
    দারুন লাগলো।

Leave a Reply to AnonymousCancel reply

You cannot copy content of this page