কবিতা

কবিতা- প্রেমজ্বর

প্রেমজ্বর
-সোমা ধর ঘোষ

 

আমি তখন সবে ষোলো
তোমার সাথে দেখা হলো।
গেলাম আমি হারিয়ে তোমাতে
তোমায় দেখতাম নানা অজুহাতে,
বুকের ভিতর হল শুরু
ক্ষণে ক্ষণে গুরু গুরু।
তাকালে তুমি আমার দিকে
লজ্জা নামল আমার চিবুকে;
একছুট্টে পালিয়ে গেলাম
আমি শুধু তোমার হলাম;
হঠাৎ জীবনে এল বসন্ত-
আমি তখন কিশোরী দূরন্ত,
খেলি এক্কা দোক্কা পরে স্কার্ট
তোমায় লাগত বেশ স্মার্ট।
তুমি আসতে বিকেল হলে
বাজিয়ে বেল তোমার সাইকেলে,
আমি হতাম রঙিন প্রজাপতি
তুমি তখন অস্থির মতি,
চোখে তোমার উড়ত ভ্রমর
আমার তখন প্রেমজ্বর!
তোমার সাথে দূরে ছুটি
বেশ লাগত আমাদের জুটি।
তোমার তখন গোঁফে রেখা
আমার শুরু স্বপ্ন দেখা-
মন জুড়ে শুধু তুমি তুমি
কখনও অতিভুজ হতো ভূমি;
তুমি ওড়াতে ঘুড়ি চাঁদিয়াল
মনে উড়ত খুশীর পাল,
তোমাতে আমাতে হতো খুনসুটি
আমি তখন গোলাপ ফুটিফুটি।
বেনি দুলিয়ে সাইকেল চড়ি
তোমায় ভেবে বার বার মরি!
আমি বলতাম, ‘দুপুরে ঘুমিও’
তুমি বলতে, ‘হব রোমিও!’
কথায় কথায় করতে অভিমান
আমি বলতাম, ‘সরি জান!’
তুমি বলতে, ‘হও আমার!’
আমি বলতাম, ‘আমি তো তোমার!’
কেটেছে কত দিবস নিশি
আজ আমার হল আশি,
কোথায় গেলে আমার বসন্ত?
আমাদের প্রেমের নেই যে অন্ত!
আজ আমি যদি হই ষোলো,
তুমি আবার কিশোর হবে বলো?

Loading

2 Comments

  • Rajat Maunder

    খুব খুব খুব ভালো লাগলো গো আমার রূপকথা মা। অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা দিলাম গো আমার রূপকথা মা ।

Leave a Reply to মলয় রায়চৌধুরীCancel reply

You cannot copy content of this page