নারী কথা
-শংকর হালদার
বেপরোয়া অন্ধগলির কোঠরে বর্ণময় নারী
তৎসম শব্দের মতো মেলে ধরে ডানা,
কত’না রুপে ধরা পড়ে লোভাতুর কামুক দৃষ্টির ক্ষত পাপড়ির গায়।
অর্থহীন শব্দের মতো, গন্ধহীন কুসুমের মতো
বহে বেড়ায় নিজেকে
কয়েক’টা বাঁক ঘুরে ব্যাকরণগত শব্দের মতো
ফেলে আসা বসন্ত পূর্ণাঙ্গতা পায়
অনাবিল কাঙ্খিত চাদরে মুড়ে।
কিন্তু, অজানা সংকেতে পথ চলে মায়াবী কাজল পড়ে
ভ্রান্তির কীটগুলি বেয়ে বেড়ায় সংকীর্ণ রেখা ধরে,
দিকভ্রষ্ট নাবিকের মতো ভুলে যায় আপন পরিচয়।
লিপিবদ্ধ রীতি নীতি নিভৃতে অশ্রু ঝড়ায়
আইনের সিংহাসন পেলেও
ঘৃণ্য আঁতুড়ঘর এখনো ভোলেনি
কলঙ্কের কালি লেপে এখনও পথ চলে
গুটি গুটি পায়ে সীমানা থেকে সীমানার বাইরে
বেপরোয়া পদক্ষেপে…