কবিতা- তুমি রবে নীরবে

তুমি রবে নীরবে
-সঞ্চিতা রায়

 

আমার হৃদয়ে তোর নীরব উপস্থিতি
মাঝে মাঝে কাব্য হয়ে ধরা দিতে চায়|
তোর নীরব উপস্থিতি হৃদয়কে আমার
সঙ্গীত মুখর করে রাখে|
মনের তন্ত্রীতে তন্ত্রীতে মিষ্টি
প্রেমের সুর শোনায়|
তোর সাথে কাটানো
সেই মিষ্টি ছোট্ট বেলার স্মৃতি
মনের মনিকোঠায় থাক
অমর হয়ে,মিষ্টি স্মৃতি হয়ে|
কখন ও কখন ও নীরব
উপস্থিতি সরব উপস্থিতির
চেয়ে অনেক বেশী
প্রাঞ্জল ও বাঙ্ময় হয়|
তোর নীরব উপস্থিতি
আমার জীবন পথের
প্রতিটি মুহূর্তকে রাঙিয়ে
রাখুক ,রাখুক ভরিয়ে|
রবিঠাকুরের ভাষায় বলি
‘তুমি রবে নীরবে হৃদয়ে মম’

Loading

One thought on “কবিতা- তুমি রবে নীরবে

Leave A Comment