অণু গল্প

অণু গল্প- মা’ এর তুলনা হয় না


মা’ এর তুলনা হয় না
– রেহানা দেবনাথ

 

সুমনার আজ মেয়ে হয়েছে, সে প্রথম ‘মা’ হয়েছে তাই শ্বশুরবাড়ি, বাপের বাড়ির সবাই দেখতে এসেছে। সবাই খুব খুশি।তাদের দেখে সুমনাও খুব খুশি কিন্তু মাকে দেখতে না পেয়ে তার মনটা খুব খারাপ হয়ে গেল। তার মায়ের উপর অভিমানও হলো।মনে মনে ভাবলো না হয় মায়ের অপছন্দের ছেলেকে বিয়ে করেছি আর বছর খানেকের মধ্যে বাচ্ছাও নিয়ে নিয়েছি, এতে মা অসন্তুষ্ট হয়েছে। তাই বলে আমার জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ দিনে মা পাশে থাকলো না!

পাঁচদিন ধরে সুমনা মায়ের জন্য খুব কষ্ট পেয়েছে তাকে একবারও দেখতে এলো না, ফোন করলো না!!

ছুটির সময় তার দাদা যখন ডিসচার্জ করে বাড়ি নিয়ে যেতে এলো তখন সুমনা পরিষ্কার জানিয়ে দিল ওই বাড়িতে সে যাবে না! শ্বশুর বাড়ি চলে যাবে। আর রাগে মায়ের নামে যা নয় তাই কথা বলতে থাকে!
তখন পাশে দাঁড়িয়ে থাকা ওর বাবা বলে এভাবে বলিস না মা!তোর মায়ের তুলনা হয় না। সে তোকে জন্ম দেবার সময় নিজের প্রাণের বাজি রেখেছিল সবার কথা অগ্রাহ্য করে আবার সেই একই কাজ করেছে তোর ডেলিভারির দিন তোকে রক্ত দিয়ে! তোর ও তোর মেয়ের জীবন বাঁচিয়ে।
আজ সে বিছানায় অসুস্থ। তোদের অপেক্ষায় প্রহর গুনছে।
সুমনা দু’চোখে জলের ধারা নিয়ে বলে আমায় এখুনি মায়ের কাছে নিয়ে চলো।আমি তার পা ধরে ক্ষমা চাইবো আর প্রশ্ন করবো। যে মেয়ে প্রতিপদে তাকে নীচু করেছে,তার কথা অমান্য করেছে তার জন্য কেন নিজের জীবন নিয়ে খেলে!!!

Loading

One Comment

Leave a Reply to AnonymousCancel reply

You cannot copy content of this page