
কবিতা- “কলম”
কলম
-পিকন দে
কলমেরা চলছে বলেই ভাষার এত তীব্রতা,
কলমেরাই মুছে দিয়েছে সভ্যতার মূর্খতা।।
কলম লিখেই চলত পূর্বে যত প্রেম আলাপ-
সেই কলমেই কবিতায় দুঃখ প্রকাশের সংলাপ!!
বিদ্রোহীরা এগিয়ে সুর দিয়ে মিছিলের দলে”
কলমেরা বড্ড সচেতন বলে,কবিতায় চলে।।
কবিতার মাধ্যমে কবি বুনে চলে কত শত দুঃখ(!)
শুধু কলমেরাই থেকে যায় নিত্যদিনের সাক্ষ্য।।
এই কলমের কালিতে আছে গো অনেক শক্তি,
দোষী কে বিচারক দেয় শাস্তি,নির্দোষ পাই মুক্তি।।
কলম দিয়ে কোমল শিশু বর্ণমালা লেখে,
প্রাপ্ত হলে সেই কলমেই আয় করতে শেখে।।
কলমের লেখনীতে ঝরে পরে নিরাবতার বৃষ্টি,
এ কলম চলবে,এভাবেই নবপ্রজন্মের হবে সৃষ্টি।।
কলমে লিখেই কবিতা,তৈরি শত শত নতুন কবি-
এই কলমের জোরেই নোবেল প্রাপ্ত বিশ্বকবি রবি।।


7 Comments
Anonymous
সত্য বটে কবী তোমার কলম মনের তুলি
ঐ কলমেই উঠবে ফুটে মনের ছবি গুলি।
মনের কালি ভরে তোমার কলম খোলের ভেতর
ভাব প্রকাশের কলম চালাও ভাবুক কবীত্বন্তর।
লেখাগুলির মধ্যে তোমার বেশ আধুনিক ছাপ
একদিন কবী পৌঁছে যাবে জীবন সিঁড়ির ধাপ।
কলম কিন্তু একটি ভীষণ মনের সহায়ক-
মনের তাপ উত্তাপ জ্বালার সঠিক নির্বাপক ।
Anonymous
আপনার লেখাতে আমি ভীষণভাবে আপ্লুত হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই ভাবেই সঙ্গে থাকবেন।
Anonymous
Kvv vlo lkho piku amr bondhu tumi
Taoto tomer kolom r vasa amr kache dami
Ei vabe sristi koro notun notun vasa
Tomer kache rakhlm aj amr chotto asa
Anonymous
লেখাগুলি খুব ভালো লাগলো বন্ধু। এভাবেই সঙ্গে থেকো।
Anonymous
Valo laglo bes tomar lekha…
Anonymous
অসংখ্য ধন্যবাদ।এভাবেই সঙ্গে থাকবেন।
Sarnadeep Nath
Darun hoye6a. Super dupar hoye6. Fatia die6o
😘😘😘😘😘😘😘😘😘