কবিতা

কবিতা- আশায় মরে চাষা

আশায় মরে চাষা
-শুভঙ্কর অধিকারী

 

বঞ্জর জমিতে কৃষক টেনেছে লাঙ্গল
একমেঘ বৃষ্টির আশায় বেঁধেছে বুক,
ক্লান্ত শরীর ঢলছে প্রখর রৌদ্রতাপে
নগ্ন তরু ছায়ে খুঁজছে মিয়ানো সুখ!

পলাশ, শিমুল জ্বলছে চৈত্র দাবদাহে
অনশনও থিতিয়ে এল ধীরে ধীরে,
কালো সড়কেই থমকে স্বপ্ন আগামীর
বাঁচার আশা আশ্বাসের বাতাস ঘিরে!

শিক্ষার ঝুলি আজ ভিক্ষার ঝুলি হয়ে
জীবিকার সন্ধান ক্ষমতার দ্বারে দ্বারে,
মেধাবী কি পাবে চাতক ঠোঁটে জল
ছাব্বিশের নতুন সূর্যকে ভর করে?

মানব হৃদয়ে উঠুক কালবৈশখী এক ঝড়
ধুয়ে মুছে সাফ হয়ে যাক জঞ্জাল, ধূলি!
খসে পড়ুক একে একে মুখের উপর থেকে
ভদ্রবেশী স্বার্থ লোলুপ মুখোশগুলি!!

Loading

2 Comments

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>