কবিতা

কবিতা- পৈশাচিক সমাজ

পৈশাচিক সমাজ
-শংকর হালদার

 

অর্ধদগ্ধ সবুজের বিকৃত চেহারার ফাঁকে ফাঁকে
গুটি গুটি পায়ে আলাপে রত
সময়ের বোঝা কাঁধে ।

উম্মুক্ত পরিবেশ আজ বিকলাঙ্গ রোগাক্রান্ত
মহামারীর মতো চারিদিক থৈ থৈ,
যেখানে কালো হাতের কালো সংবাদ
গ্রাস করে নিষ্কলঙ্ক সবুজের ইতিহাস,
যেখানে বর্ণহীন শব্দ, শব্দহীন বাক্য, বাক্যহীন ঞ্জান
উগড়ে ফেলে সমাজের আনাচে কানাচে।
আর ঝাঁঝালো ক্রিয়ায় নাভিশ্বাস ওঠে হরিৎ অরন্যে,
মুক্তির চোখে দ্যাখো ধোঁয়া আর ধোঁয়াশা ।

ম্রিয়মান জলধারা স্বৈরাচারীর সমাজ আবর্তন চক্রে…
ধোকা খেতে খেতে ক্ষীণ আশায়
এক বুক বালি নিয়ে প্রবাহমান।
বোবা কান্না গোপন ।

হাওয়ার বুকে বারুদের দৌড়াদৌড়ি
নিশ্বাস যমের ঘুমন্ত প্রতিরূপ
দখল করে অনায়াসে প্রতিটি ঘর -বাড়ি ।

শমনের কাঠগড়ায় ভবিষ্যৎ প্রজন্ম
ওতপ্রেতে পঙ্গুত্বের আঁতুড়ঘর,
অস্তিত্ব বিনষ্টের ময়দানে “এ” প্রজন্মের সত্ত্বা…
বিপন্ন বাজারে বিবর্ণ সংবাদ কড়া নাড়ে মুহু মুহু
সময়ের ধারাপাত দীর্ঘশ্বাস ফেলে
নিরক্ষরেখায় ঠেস দিয়ে।

দৃঢ় হাতে দাঁড়ে পানি টেনে
আলোয় উম্মোচন কর সেই দিন।

Loading

Leave A Comment

You cannot copy content of this page