কবিতা- ফুটপাথের ধারাপাত

ফুটপাথের ধারাপাত
– রেহানা দেবনাথ

 

এক: ওরে সভ্য সমাজ একবার তো মোদের পানে চেয়ে দেখ,

দুই: মোরা খোলা আকাশের নীচে ছেঁড়া কাঁথায়,ফুটপাথে শুই।

তিন: কেউ করি পরিশ্রম তো কেউ বেকার হয়ে কাটাই দিন!

চার: কারণে অকারণে কখনো পুলিশ তো কখনো দাদাদের হাতে খাই মার!

পাঁচ: নেতারা সবসময় আমাদের নিয়ে ইচ্ছেমতো নাচায় বাঁদর নাচ!

ছয়: ভদ্র মানুষেরা আমাদের দেখে মুখ ফেরায় নয়তো পায় ভয়!

সাত: প্রশ্ন জাগে মনে কেন কেউ দেয় না বাড়িয়ে ভালোবাসা বন্ধুত্বের হাত?

আট: আমাদের ঘর বলো আর ভিটেমাটি সবই এই পথ ঘাট।

নয়: জানো কি তোমরা মোদের উপর কত অমানবিক নির্যাতন হয়?

দশ: তবে অভাব অনটন,কষ্ট যতই হোক,মোরা অল্পতেই আনন্দে থাকি বস!!!

Loading

Leave A Comment