কবিতা- মৃতপ্রায় একটি গাছ

মৃতপ্রায় একটি গাছ
– বিশ্বদীপ মুখার্জী

 

কোনও এক বাগানে
এক প্রায় মূর্ছিত গাছে….
জলের দু বিন্দু দিয়ে
প্রাণের সঞ্চার করা কি অপরাধ?
যদি সেটা অপরাধ হয়,
আমি করেছি সেই অপরাধ।
জলের ফোঁটা পেয়ে যখন
সে ফিরে পায় নিজের নিঃশ্বাস….
সেই নিঃশ্বাসের স্পর্শ কে
উপভোগ করেছি আমি।
ধীরে ধীরে সে গাছ
খুঁজে পেয়েছে নিজের অস্তিত্ব,
শ্রীবৃদ্ধি পেয়েছে নিজের আকারে….
ফুটেছে বহু পুষ্প গাছের প্রতিটি ডালে।
এক মৃতপ্রায় গাছ কে নতুন জীবন দিয়ে
আমি ফেলেছি তৃপ্তির দীর্ঘশ্বাস।
আজ আমি আর সে যখন একাত্ম,
বিভেদ করতে চায় সেই বাগানের মালি?
কোনও দিন সে দেখেছে
সেই গাছের ছটফটানি?
কোনও দিন সে শুনেছে
সেই গাছের আর্ত কাহিনী?
অধিকার সাবস্ত করার আগে
কর্তব্যের বৃহৎ নদী যেতে হয় পেরিয়ে।
আজ যখন সে গাছ
এক মহীরুহ হতে চলেছে….
তাতে অবদান কার?
এ প্রশ্ন জাগে বারংবার।
আগাছা ভেবে মাটি তে ফেলে দেওয়া
সেই মালির?
না যে করেছে তাতে প্রাণের সঞ্চার?
এ প্রশ্ন জনগণের সম্মুখে
তারাই করুক বিচার,
সে গাছটি ছড়াবে সুগন্ধ চারিদিকে
না হবে সে কালের শিকার?

 

Loading

Leave A Comment