স্বপ্ন দেখা চোখ
– সত্য দেব পতি
তোমার পাগল করা হাসি,
কোথাও তালপাতার বাঁশী –
কেউ চাঁদের হাটে ঘোরে,
কেউ বা অন্ধকারে মরে!
তোমার আলতা রাঙা পা
কারো শিশির ভেজা গা|
কেউ স্বপ্ন দেখে দিনে-
কেউ ভালোবাসা কিনে;
কারো স্বপ্নগুলো কালো,
তুমি কারো চোখের আলো।
কোনো শীতল রাতের কথা,
কারো শুনেই বুকে ব্যথা!
তোমার উঠোনে কারো ছাপ-
প্রেমিক পায় বড়ো সন্তাপ।
তোমার ভাবনা গুলো ভেজা’
কেউ সেই ভাবনার রাজা-
তোমার ভুবনডাঙার মাঠ,
খোলা হাওয়া দেয় কপাট!
তোমার আলতো বাঁধা খোপা-
যেন কদম ফুলের থোকা;
তোমার আগুন রাঙা শাড়ি’
দুরে কেউ যায় গড়াগড়ি।
তোমার প্রসাধানের সাজ,
কারো কারো বুক হয় দরাজ-
তোমার কাজল কালো আঁখি;
কোনো হৃদয়ে মারে উঁকি।
তোমার খোলা চুলের মেঘ’
বাড়ায় বুক হাপরে বেগ-
তোমার শাড়ির আঁচল ভাঁজ;
বোঝায় ভালো বাসার আন্দাজ।