
কবিতা- অমলকান্তি ও আমি
অমলকান্তি ও আমি
-সুদীপ্তা মন্ডল
“অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল…”
আর আমি চেয়েছিলাম রোদ্দুর গায়ে মাখতে।
সকালের সোনা রোদ গায়ে মেখে
ডানা মেলতে মেলতে জোনাকি হয়ে যেতে।
ক্ষান্ত-বর্ষার চিলতে রোদ্দুরে ভিজতে ভিজতে
রামধনুর রঙে মিলিয়ে যেতে।
মধ্য দুপুরের খর রৌদ্রে উষ্ণ হতে হতে
বাষ্প হয়ে ধূসর মেঘে হারিয়ে যেতে।
“অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল…”
আমি চেয়েছিলাম রোদ্দুর গায়ে মাখতে।
অমলকান্তি ও আমার দেখা হয়নি কখনো,
আমাদের ইচ্ছেরও সাদৃশ্য নেই কোনো।
অথচ আমরা বেলাশেষে দাঁড়িয়ে একবিন্দুতে।
অমলকান্তি, রোদ্দুর হতে পারেনি
আমিও পারিনি রোদ্দুর গায়ে মাখতে।
অমলকান্তির মতো আমারও বেয়াড়া ইচ্ছেরা
উড়ে যেত ডানা ঝাপটাতে ঝাপটাতে—
আর তারপর? তারপর একটা একটা করে
স্বপ্নের পালক পড়ল খসে
অবশেষটুকু বিলীন হলো স্বপ্নহীন নিদ্রা হয়ে।।


One Comment
Anonymous
Darun bondhu