Site icon আলাপী মন

কবিতা- মন খারাপের শুকনো পাতা..

মন খারাপের শুকনো পাতা..
– দেসা মিশ্র

 

কিছু কিছু শূন্যতা আছে যেগুলো মুছে গিয়ে পূর্ণতা আসেনা কখনো..
মনের ভালোলাগাগুলো যখন চোখের পাতায় স্বপ্ন হয়ে নামে,
তখন কিছু স্বপ্ন সত্যি হয়।
আর কিছু কেবলই থেকে যায় স্বপ্নের ঘরে,
মাঝে মাঝে মিথ্যা সুখ আঁকে,
মাঝে মাঝে অনেক অসুখ ডাকে,
আর নিমন্ত্রণ পাঠায়.. ব্যথার চোখের জলকে,
আর সে ও এমন ভাবে বেরিয়ে আসে যে, যেন যুগ যুগ ধরে অপেক্ষা করছে, চোখ পাহাড় থেকে ঝর্ণা হয়ে অবিরত ঝরবার জন্য…
মন তো একটা ছোট্ট শিশু- কি যে চায়? সে নিজেও বোঝে না..
এই মনটাকে ভূলিয়ে রাখতে আমাদের সারাটা জীবন পেরিয়ে যায়..
তবু মন শূন্য, পূর্ণ হয়না কিছুতেই,
স্মৃতিগুলোকে ভাসিয়ে নিয়ে বেড়ায় সময়ের ঢেউ এসে,
সুখ স্মৃতিগুলো যেটুকু জীবন লেখে, দুঃখ স্মৃতিগুলো কেবলই তা মুছে দেয় মৃত্যুর নোনা জলে..
এই মন খারাপের শুকনো পাতা– তুই সবুজ হ তো দেখি,
আজ পৃথিবী জুড়ে ফুটিয়ে ফুল, নতুন জীবন লিখি।

 

Exit mobile version