অণু কবিতা- আয়না

আয়না (Mirror)-দেসা মিশ্র     গোলাপি বকদের দেখেতৃষ্ণা লুকিয়েলাল করলাম ঠোঁট… আশেপাশেমানুষের মেলাহেঁটে গেলাম… কোথাও আয়না পেলাম নাতবেকেন এ ভিড়! কিছু কথাক্ষতের জন্ম দেয়তাদেরমৃত্যু কামনা করলেওআয়না আবশ্যক। তাতে মেঘ-অতীত ঢাললেপুনরায়টলটলে জল হওয়া যায়।

কবিতা- মাটির খোঁজে..

মাটির খোঁজে…– দেসা মিশ্র     মনের তাকগুলো পূর্ণ জমা খরচের হিসেবে,এখন আর ঘুম আসে না, হিংসে হয় যখন জানলা দিয়ে চোখ চলে যায়….কি নিশ্চিন্তে নারকেল পাতাগুলো ঘুমিয়ে পড়ে ওই চাঁদের বুকে। নতুন পথে পাথর অনেক বেশি,আমি মাটি খুঁজি শিকড় ছড়াবো বলে। ব্যর্থ দিনের ওষুধ হয়তো নীল ভেজা আকাশ… তবু সেই মস্ত চোর এসে ফিকে […]

অণু কবিতা- জীবন যাদু

জীবন যাদু– দেসা মিশ্র     আকাশের গায়ে কালো ধোঁয়ার মত হাত যেন ছুটে আসে ফুলেদের দিকে,নিঃশ্বাস বন্ধ হয়।আগুনের রঙ আরো হিংস্র হয়ে পুড়িয়ে দেয় স্বপ্ন, – আগামীর ভোর।ঘুম ভেঙে শিশু দেখে আঁচলহীন জীবন।ঘাসের রঙ পাল্টে লাল। জীবনের চেয়ে বড় মঞ্চ নেই… যাদুরমেলায় ঘুরছি হর রোজ।দিনের শুরুতে আমরা সবাই রাজা দিন শেষে নিখুঁত ভিক্ষুক।

কবিতা- মহা তেজা

মহা তেজা– দেসা মিশ্র     আজকে হাওয়ায় শিউলি গান,নেচে ওঠে আনন্দে প্রাণ –মা গো তোমার আলো দিয়ে মুছে দাও সব কালো,কর জোরে করছি আহ্বান।। ওই যেখানে শূন্য হাঁড়িশুন্য বুক, ছেঁড়া স্বপ্নের জামা…ওই যেখানে নেই কোনো সুখহাজার অসুখ – বন্ধ জানালা,তুমি এসে ছুঁয়ে দাও আঙুল,রঙে রঙে হোক রঙিন…তুমি এসে মাগো আলো ঢেলে দাও,আসুক খুশির দিন। […]

কবিতা- নিখুঁত স্পর্শ

নিখুঁত স্পর্শ– দেসা মিশ্র     রাত হেঁটে যায় রুম ঝুম ঝুম নূপুর পরে,তারার চিঠি হেসে ওঠে উঠোন জুড়ে। একলা মেয়ে শান্ত মনে, শূন্য মাপেবুকের বামে এলো চুল আগলে রাখে। যে হাতটা করতো আদর ঢাকতো চাদর ঘুমের ঘরে,নোনা জলের ওজন ভারীসেই হাতটা অনেক দূরে। মা গো তুমি সূর্য চাঁদে প্রতিটি দিন এসো,ওই আঁচলের গন্ধ মেখে […]

কবিতা- হারবে অসুখ

হারবে অসুখ -দেসা মিশ্র      চিঠির পাহাড় জমতে থাকে,সময় কে ও..  সাক্ষী রাখে,,তোর বাগানে ফুটল না ফুল , ভাঙল না ভুল,  এই অবেলায়। সোজা পথ তোর অচেনা, আমি ও বেশ অসহায় এবারে বল তো দেখি ভুলাব কোন ছলনায়? ভাবি বেশ দূরে যাব তবু ও কাছে আসি, মনে হয় রাগ দেখাব তবু ও ভালোবাসি ।মনের […]

গল্প- নীল পরী

নীল পরী– দেসা মিশ্র     -অনেক দিন তোর গান শুনিনি রে, আজ মনটা আমার ভালো নেই..শোনাবি আমায় গান করে? – আমারো মন ভালো নেই রে, কতদিন হল গিটারটা ছুঁয়েও দেখিনি মনে নেই, রঙ তুলি সব পড়ে আছে নিজেদের মতো আমার সাথে তাদের কথা নেই, যেন সব ফুরিয়ে গেছে।আগে একদিন না গান করলে না আঁকলে […]

কবিতা- প্রেমের চিঠি

প্রেমের চিঠি– দেসা মিশ্র     বেশি তো কিছু চাই নি, চেয়েছিলাম দু’জনে এক সাথে গান শুনবো রাত জেগে কিম্বা আঙুলে আঙুল ছুঁয়ে তারাদের উষ্ণতা মাপবো। ঘুম না আসা রাতে কিছু গল্প বুনবে তার ঠোঁট – আমি জড়িয়ে নেবো ঘুম চাদর তার শব্দে শব্দে।তুমি বড্ড বেশি চাও বুঝলে? …. আয়নার ওপার থেকে আওয়াজ এলো,আমি সোজা […]

কবিতা- আলোর গান

আলোর গান– দেসা মিশ্র     পাতায় পাতায় জমেছে অসুখ,ঝড়ে গেছে সবুজ স্মৃতি – শুকনো পাতা ঝরার দেশ।মন খারাপের গান লেখে যায় জোনাকি,তবুও শূন্যের দিকে চেয়ে হাতড়ে বেড়ায় গাঢ় নীল।কবি তুমি বসে সাদা পৃষ্ঠার সামনে,তোমার কলমের ওষ্ঠ শুষ্ক।তোমার চোখে অলোকানন্দা।তোমার জীবনে ঝড়।সাদা পাতা জুড়ে অবশ আঙুল, অথচ চোখের জল এঁকে চলেছ পৃথিবীর আগুন যন্ত্রণা।তুমি অন্ধ […]

কবিতা- নীল চুমে যায়

নীল চুমে যায়– দেসা মিশ্র     দীঘির পার শ্যওলা জমে – গল্পের ঘুম,তবু স্রোত ভালোবাসি- রংধনু রং তরী হয়ে ছোটে, – জাল বোনে আগামীর।ছোট্ট বাসা প্রকৃতি আর পুরুষ – গান কথা কবিতা আর প্রেম।সৃষ্টি সাজবে নতুন আলোয়।আঁধারে লুকিয়ে মৃত্যু – হয়তো ভয়ে ভীত,প্রতিজ্ঞা এক নতুন ভোরের।শব্দের সিঁড়ি ঘাস ফুল থেকে তারা দের ঠোঁটে।আমি ছুঁয়ে […]