চাঁদ
-শক্তি পুরকাইত
ছোটবেলায় কান্না ভোলাতে
মা ডাকত আয়, আয় …
এখন উঠোনো দাঁড়িয়ে
ছেলেকে দেখানোর জন্য
বউ ডাকে আয়, আয় …
আমি গাছ গাছালি পেরিয়ে
সাদা ভাতের গন্ধে ছুটে আসি রোজ ।
দেখি আমার বউয়ের উপছে পড়া
হাসির মত জ্যোৎস্না লেগে আছে
মাটির দাওয়ায়।
আর দূরে আজও
কপালে ধাবড়া টিপ পরে
আবছা দাঁড়িয়ে থাকে কে –
যত কাছে যাই
ধূ ধূ প্রান্তরগুলো মনে হয়,
বড় আপনজন।
আমাদের সংসারের সুখ-দুঃখের সঙ্গী হয়ে
আজীবন রাত জেগে পাহারা দিয়ে যাচ্ছে খেয়ালী চাঁদ।