
কবিতা- পরিক্রমণ
পরিক্রমণ
– পারমিতা ভট্টাচার্য
আমি একটা চেনা বৃত্তের বাইরে বেরোতে চাই,
যেখানে লোকে লোকারণ্য ভূমিতেও
আমি হবো এক্কে বারে একলা একটা মানুষ।
শহরের হাজার লোকের কোলাহলেও
আমি হবো কলকল করে বয়ে চলা একটা নদী,
কিংবা,শ্যাওলা ধরা একটা বুড়ো পাইনের গাছ।
নিস্তব্ধতাকে সঙ্গী করে একদিন
আমি হবো সূর্যোদয়ের প্রথম কিরণ।
পথ হাঁটবো সানুদেশের সুঁড়ি পথ ধরে
যদিও জানিনা সেই পথের শেষ কোথায়।
চেনা পরিধির বাইরেও হবে আমার অস্তিত্ব,
চেনা পরিবেশের বাইরেও হবে আমার পরিচয়
মাথার মধ্যে কিলবিল করে কত স্বপ্ন,
নদী দিয়ে বয়ে যায় কত জল,
বৃষ্টিতে আপাদ মস্তক ভিজতে ভিজতে কাঁদবো,
বুঝতেও পারবেনা কেউ।
বড় অস্থির লাগে চেনা বৃত্তের মাঝে থাকতে,
চেনা বৃত্তে অচেনা হওয়াটা এতো সহজ নয়।
একেবারে গোটা একটা আকাশ হবে আমার
তাই,একটা চেনা বৃত্তের বাইরে বেরোতে চাই।
সমাপ্ত।


One Comment
Anonymous
দুর্দান্ত !