কবিতা

কবিতা- ভস্ম ওড়ানো ছাই

ভস্ম ওড়ানো ছাই
-রীণা চ্যাটার্জী

হাতে ভরসার হাত রেখে, সব স্মৃতি ফেলে রেখে
সাঁঝের প্রদীপখানি যুগল মনের দুয়ারে রেখে
হারাবো, একদিন তোমার সাথেই হারিয়ে যাবো
রাত- দিন সব কিছু তোমাকে ছুঁয়েই মাখবো।
বেঁধে নেব গান তোমারই মনের মতো সুরে
মিশে যাবে পথ, ঠিকানা হারানো বহু দূরে।
যে বাঁশী শুনেছে গোপন কথা, তাকে রেখে হাতে
পায়ে পায়ে পথ হারাতে বঁধূ আসবে তুমি সাথে?
যদি আজানা পথিক শুধায়, ‘কার সাথে আগন্তুক?”
দেবে জবাব? “পাশে আছে ভালোবাসা আর সুখ..”
পৃথিবীর মাঝে সেদিন অপূর্ব জ্যোৎস্নালোকে
ধারা স্নানে ভিজবো তোমায় জড়িয়ে থেকে।
হয়তো জোনাক জ্বলবে সেদিন ঈর্ষা ভরানো দুখে
জ্বালিয়ে আলোর বাহার পুড়বে পতঙ্গ সম সুখে।
আলোর বেণু বাজাবে যখন ভৈরবী সুধা ভোরে
শেষ রেশটুকু থাকবে তখনো নিবেদনের দোরে,
হাসি, সুখের আবেশ ভরানো উপাচারের ভারে
বাহুডোরের কণ্ঠহারে উপহারে সাজবো অহঙ্কারে।
একটা স্বপ্ন, ছোট্ট স্বপ্ন দেখবো শুধুই নিজের করে
যত্ন করে আগলে রাখবো আমার চোখের নীড়ে,
ভাবনাটূকুই সাথী করে হারিয়ে, ভাসতে চাই
মনের মতো ভালোবাসা জানি- ভস্ম ওড়ানো ছাই।

Loading

8 Comments

Leave A Comment

You cannot copy content of this page