
কবিতা- জীবন
জীবন
– লোপামুদ্রা ব্যানার্জী
জীবন যেন হাসি কান্নার আয়না,
কখনও বিষন্নতার কালো ছায়া ,
কখনও প্রশান্তির ঘোর মায়া,
এই রকম জীবনের নানা বায়না।
ক্ষণিকের তরে মনে হয় বড় একা,
আবার কখনও মনে হয় সবকিছুই ফাঁকা,
এই রকম ঘোরের আবেশ থাকে অল্পদিন
তার পরই আসে আলো-আশার সুদিন।
হাতের মুঠোর মধ্যে পেয়ে গেলে সব,
তার মধ্যে নেই কোন আনন্দের কলোরব,
সাময়িক কষ্ট উত্তেজনা না থাকলে জীবন চলে না,
দুঃখ কষ্টে অধৈর্য হয়ে আর পারছি না! বলো না।।


One Comment
Anonymous
Many many thanks