Site icon আলাপী মন

কবিতা- অন্তহীন আকাশের একটি তারা

অন্তহীন আকাশের একটি তারা
– দেসা মিশ্র

 

গোধূলি বেলায় যখন… একরাশ বিষণ্ণতা ভিড় করে ছিল,
তখন তুমি বলেছিলে ‘এক মুঠো জ্যোৎস্না দিয়ে তোমায় স্নান করাবো,
মনটা আমার, কি আবেশে, চাঁদের গায়ে তোমার নাম আঁকতে আঁকতে বেদনা ভূলে ছিল।
নদীর ধারে যখন নিশ্চুপ বসে থাকতাম বিকেলে বেলায়..
কত কত রঙিন ভাবনারা, মনের ঘটে নৌকা ভেরাতো,
ইচ্ছে বোঝায় নৌকারা, স্বপ্নের হাজার পাল তুলে বয়ে যেতো সীমানাহীন পথ,
জীবনের অনেক সমস্যায় ভেঙেচুরে ক্লান্ত যখন আমি,
তখন ভাবতাম, পথের শেষে তোমায় পাবো,
তখন অতি দুর্গম পথে ও ঠোঁটে থাকতো হাসি রেখা,
অলীক সুখ মেখে
তখন আমি চলতে রাজি মহাকাল পর্যন্ত, মৃত্যু পর্যন্ত..
এলোমেলো সুতোর শত গিঁট খুলে, কখন যে মালা গাঁথা শেষ হতো বোঝা যেতো না,
আঙুল ইশারায় যখন তারা দিয়ে সোনালী ঢেউ- এর আল্পনা আঁকতাম,
তখন একটা কথা মনে পড়তো,
তুমি বলেছিলে আমায় “এক আকাশ তারা” এনে দেবে,
আর খুব ঝড় বৃষ্টি রাতে, সমস্ত ভিজে, তুমি বকুল ফুল নিয়ে দৌড়ে এসে,
আমার আঁচল ভরিয়ে দিয়েছিলে,
আর বলেছিলে এই নে তোর আঁচল আকাশে আমি তারার বৃষ্টি দিলাম,
তোমার বকুলগুলো তারার মতই উজ্জ্বল ছিল, তোমার মতই চঞ্চল ছিল,
তোমার মন অনেক বড়, তাই আমার ছোট্ট আঁচলকে তুমি আকাশ বলেছ,
কিন্তু আমি তোমাকেই সেই অখণ্ড আকাশ বানিয়েছি,
তোমার অবয়ব খুশির রঙ মেখে সাজে রাম ধনু,
তোমার রূপ আমি, আমার বিকেলে দেখা নদীর জল আরশিতে প্রাণ ভরে দেখতাম,
আমার চেতনাগুলো আকাশ নদীর চোরা স্রোতে ডুব দিত,
আমি তোমার এক আকাশ তারা চাই না আর,
তোমার গায়ে মাখা অসংখ্য তারকাদের মাঝে আমায় একটি তারা সাজতে দিও,
কিছু দিন মিটমিট আলো দিয়ে না হয়, হয়ে যাব খসা তারা,
যেমন বকুল ঝরে পড়ে সুগন্ধ ছড়ানোর পর,
তেমনি না হয় নিভে যাব আমি,
তবু যতো দিন থাকবো তোমাকেই ভালোবাসবো..
আর তোমার গায়ে ভাসা সকল তারাদের জন্য নিয়ে যাব, বকুল ফুল,
আমার আঁচলে দেওয়া, তোমার বকুল..
তোমার পরশে ওরা পেয়েছে চির যৌবন,
আজও তাদের রূপ রস গন্ধ সবই এক আছে,
এই টুকু শুধু পরিচয় নিয়ে যাবো,
আমায় চিনতে পারবে তো?
লক্ষাধিক তারা দের ভিড়ে,
আমায় খুঁজে নিয় ঠিক,
এক আকাশ তারা আমি চাই না আর,
আমার অনাদি অনন্ত আকাশের একটি তারা করে দিও ঠাঁই,
আমি এটুকুই চাই পরিচয়,
শুধু একটি তারা করে, দিও ঠাঁই….

Exit mobile version