কবিতা

কবিতা- হাজারো স্বপ্নের শব

হাজারো স্বপ্নের শব

-অমল দাস

 

কথার আড়ালে ব্যথার ভিড়  

চোখের তলায় জল নোনা,

অন্তরে যে কি সুখের ঝড়

কেবল শব্দ যায় না শোনা।

 

 

শত উপাখ্যানে লিখিত জীবন

লক্ষ বিষাদ জলাশয়ে ঘেরা,

জীবন জীবন্তের নেই তাগিদে

কারো কারো মুখ চেয়ে চলাফেরা!  

 

 

অভিমানী মনের আত্ম গোপন

অলিগলি ভিড় আপন সমারোহে,

বাইরে প্রস্ফুটিত নিষ্পাপ ফুল

চিতাগ্নিতে অন্তঃ-শ্মশান দহে।

 

 

অদৃশ্য আঘাতে ক্যানভাস দেহ

নির্বাক নীরব দেয়াল সাক্ষী,  

যেন প্রতি প্রহরেই মুক্তি মাগে

দগ্ধ খাণ্ডব আবদ্ধ এক পক্ষী।  

 

 

সময়ের সাথে রোজ পরাজয়

দেহ পাশে ব্যস্ততার মায়াজাল

হাজারো স্বপ্নের শব পরে থাকে

যেন,পুরাণের অভিশপ্ত কোন কাল।   

  

Loading

4 Comments

Leave a Reply to অমল দাসCancel reply

<p>You cannot copy content of this page</p>