কলমের কান্না
– বিশ্বদীপ মুখার্জী
আমার কষ্টের পরিধি মাপার
ফিতে নেই তোমার কাছে,
তিল তিল করে গড়ে তোলা মূর্তিকে
কিছু লোকেরা নিমেষে করে দেয় নষ্ট,
কেউ কি তখন বোঝে মূর্তিকারের কষ্ট?
আমি কি সেই মূর্তিকার নই?
দিবারাত্রি একটু একটু গড়েছি,
রূপহীন ছায়াকে দিয়েছি রূপের বাহার,
সাজিয়েছি তোমায় নিজের মত করে,
হাতে দিয়েছি সরস্বতীর উপহার।
ছড়িয়েছো কিছু প্রেমের সুগন্ধ,
কিছু আগুন বেরিয়েছে সে উপহার দিয়ে….
আনন্দে আত্মহারা হয়েছি আমি,
প্রতিক্ষণ করেছ অপরূপ সৃষ্টি।
কিন্তু এখন?
বিষাদে ভরা গাথা পাই শুধু,
ডুবে যাই আমিও তার গভীরে….
তোমার কলমের অশ্রুর আজ
না জানি দাম দেবে কে কে?
এক শক্ত মুঠোও যেমন অক্ষম বালি কে ধরে রাখতে,
আমিও কি তাহলে পারবো না তোমার সৃষ্টি কে বাঁচাতে?
কষ্টে যখন বুক ফাটে জল আসে না চোখে,
কষ্ট মনের গভীরে তে বাসা বাঁধে মুখ গুঁজে।
আশায় আছি আর পাবো না কলমের সে ক্রন্দন,
ফিরে পাবো আবার আমি আগুনের বর্ষণ।
প্রেমের গন্ধ ছড়াবে চারিদিকে হবে বিষাদের মরণ,
তোমার সৃষ্টিতে সাজবে জগৎ হবে নতুন সভ্যতার গড়ন।
খুব ভালো লাগলো