ছাগল ছানা এবং ঈশ্বর
-অযান্ত্রিক
সেদিন যখন ওপাড়ার হাসিমুখ মেঘ কালো করে ছুটে এসে,
এপাড়ার বংশী মুদির দোকানের সামনে মারলো বোমা,
কানাই জমাদারের ছেলে নাকি বিন্তি পিসির মেয়েকে নিয়ে
শুঁড়ে পাড়ার পিছনের রাস্তায় ফষ্টিনষ্টি করছিলো।
বৃষ্টির মতো পড়ছিলো ইঁট বোতল কেরোসিন আগুন,
তখন সে ঘুমাচ্ছিলো, নিশ্চিন্তে মাটির বিছানায়
আমার ছোট্টো নাদুস নুদুস ঈশ্বর।
তারপর, টহল পুলিশ, র্যাফ, ভারী গাড়ি, বন্দুক জলপাই পোশাক
টলমল পায়ে রাস্তায় উঠে এসেছিলো আমার তিন বছরের ঈশ্বর,
বন্দুক হাতে কাকুটার দিকে তাকিয়ে ছুঁড়ে দিয়েছিল দুই দাঁতের হাসি,
সে মানুষের পাড়ার মানুষের ভয় ভাঙাতে আসেনি,
সে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আসেনি।
সে এসেছিলো শুধু তার ছোট্টো ছাগল ছানাটার জন্য,
আমার ছোট্টো নাদুস নুদুস ঈশ্বর।
যে তার ছোট্টো ছাগল ছানা টাকে বুকে নিয়ে, বলেছিলো,
এদ্দম দুত্তুমী কয়ে না, কাকাই রা বকবে,
সেদিন বুঝেছিলাম, ভালোবাসা শুধু এরাই বোঝে,
আমার ছোট্টো নাদুস নুদুস ঈশ্বর,আর ছোট্ট ছাগল ছানা।