Site icon আলাপী মন

কবিতা- আমি তুমি মিলে..

আমি তুমি মিলে..
– দেসা মিশ্র

আমার নীল আকাশে সাদা মেঘের ঢেউ তুমি,
ও তাই?
তবে..
তুমি আমার কালো রাতের এক ফালি চাঁদ সেজো।

সাজবো না হয়..
তবে মাঝে মাঝে অভিমান হলে, লুকিয়ে পড়বো, মেঘের ঘোমটায়।

তা বেশ, আমি অভিমান সব মুছে মেঘের আড়াল থেকে এনে হৃদয়ে রাখবো তোমায়।

ও মা তাই?
ভারী মিষ্টি l

তুমি আমার বাঁশিতে সুর হয়ে এসো,
আমি দু’ চোখ বুঁজে, হৃদয় দিয়ে গান বাঁধবো।

সুর সেজে আসবো আমি তোমার বাঁশি তে, আসবো নির্জন দুপুরে,
আসবো একলা রাতে,
আসবো সবুজ ভোরে।

তুমি তবে… আমার ঘুম না আসা রাত্রি জুড়ে….
রূপ কথার গল্প মালা গেঁথো।
আচ্ছা বেশ গাঁথবো না হয়,
আর..
শীতল দক্ষিণা বাতাস হয়ে এসে, দু’ চোখের পাতায় নীল ধ্রুব তারার স্বপ্ন এঁকে দেবো।

সত্যি বলছো?
বা, বেশ মিষ্টি….

এতো ভালোবাসাতে আমি জীবন খুঁজে পাবো।

আর তোমার ওই জীবন মাঝে..আমায় সঙ্গে নেবে।

কেয়া পাতার নৌকোতে ভাসবো দু’জন।
মনের মতো করে..বাঁচবো দুজন।

ঠিক বলেছো,
ভালোবাসার উঠবে নতুন সূর্য
তাকে যত্নে রাখবো, অস্ত যেতে দেবো না।

বেশ তাই হবে, তাই হবে।

Exit mobile version