কবিতা- এসো তুমি

এসো তুমি
-অমিতাভ সরকার

 

সৃষ্টির বীজ, শুষ্ক পল্লব,
আকুতি তোমাকে নিয়ে।
সৃষ্টি সুধা নিয়ে এসো তেজে,
তর সয়না যে হিয়া মাঝে।

দক্ষিনে দেখো ওড়না উড়ছে,
দোয়াত ভাঙ্গা কালো রঙে।
গরম হাওয়ায় হিম ধরেছে,
সস্থিতে জীবন নব রঙে।

দুরন্ত নূপুর বেজে উঠল ,
বর্ষার উচ্ছ্বাস আকাশে বাতাসে।
বীজ হাসে বৃষ্টির ফোঁটা নিয়ে,
সৃষ্টির গল্প শোনো হরষে।

শুষ্ক পল্লব বারি ধরেছে বুকে,
সবুজ মেখেছে প্রান্তর।
ক্ষীণ নদী কল্লোলিনী,
তরী ছোটে উত্তর।

Loading

Leave A Comment