কবিতা

কবিতা- ভালবাসার গান

ভালবাসার গান
– সীমা চক্রবর্তী

 

অনেক লিখেছি আমি
তবু তোমায় হয়নি লেখা
একটা জীবন পেরিয়ে এলাম
আজও তুমি অ-দেখা।
চৈত্রদিনের ঝরা পাতায় যখন
বনপথ যায় ঢেকে
সূর্য যখন আপন খেয়ালে
আলপনা যায় এঁকে
তখন মনের কোনায় মেঘ জমে
উদাস বাউল সুরে
তোমার কথারা ভেসে যায়
চোখ যায় যতদুরে।

অনেক ভাবনারা আসে যায়
তবু তোমাকে কখনো ভাবিনি
তাই তোমার মাঝে আমার চিহ্ন
রাখতে চেয়েও পারিনি।
শুকনো পাতার মতোই
মড়মড়ে কিছু শব্দ দিয়ে
লিখবো তোমাকে আদিম পাথরে
ভিন্ন উল্লাস নিয়ে।
আকাশ যখন সাঁঝের লগনে
তারায় তারায় সাজে
তখন তোমার নামে দূরের পথে
মঙ্গল শঙ্খ বাজে।

কতোকার কথা শুনি
শুধু তোমাকে হয়নি শোনা
জীবনের এক পাকদণ্ডী বেয়ে
তুমি এক খেয়ালী উন্মনা।
বুঝতে চেয়েও পারিনি বুঝতে
তোমার নীরব অভিমান
এবার তোমায় নিয়ে লিখবো আমি
ভালবাসার গান।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>