কবিতা

কবিতা- ‘লুট’

লুট
– প্রবীর রায়

লুট!লুট চলছে আজ গণতান্ত্রিক দেশে
এ লুট গদি, ধন-সম্পদ, মণি-মুক্তার নই
এ লুট জীবনের, প্রাণের, জলের
চারিদিকে অবিরত হৈচৈ, চেঁচামেচি, আর খুনোখুনি
ধনী-গরিব, মুচী-মেথর সকলেই এই লাইনে
এখানে কেউ অচ্ছুৎ নই, কেউ অস্পৃশ্য নই
এ লাইন শিশু-বৃদ্ধ-যুবক, বেশ্যা-ধর্ষক সকলের
এখানে কোনো ধর্ম, জাতি, শক্তির জন্য যুদ্ধ নই
প্রাণ বাঁচাতে আত্মবলিদান, রক্তাক্ত প্রহরের বিবৃতি
ট্যাঙ্কার, নলকূপ, নদী, খাল, বিল কোথাও জল নেই
নেই সবুজাভ পৃথিবী, চারিদিকে ফসলহীন শূন্য মাঠ
ধ্বংস! তবে কি ধ্বংস হতে চলেছে-এই বিশ্ব ব্রহ্মাণ্ড!

Loading

Leave A Comment

You cannot copy content of this page