কবিতা

কবিতা- আঙুল ছুঁইয়ে দাও

আঙুল ছুঁইয়ে দাও
-দেসা মিশ্র

এই পাথরের মূর্তিটির গায়ে,
জিয়নকাঠি ছুঁইয়ে দাও দেখি,
গোলে যাক মোমের মত…বয়ে যায় ঝর্ণার মতো
মেঘ মেখে হাসি, শুধু তোমায় ভালোবাসি।

সেজে নিই পথ অফুরন্ত,
আমর বুকের উপর দিয়ে হেঁটে যেও,
আমি তোমার চরণ দু’টি,মুছে দেবো বার বার,
ধুলো মাখা চুম্বন দেবো, নেবে তো তুমি?
নাকি ফিরিয়ে দেবে আমায়?

সেজে নিই ছোট্ট তরী..
দিনের শেষে সূর্য হারিয়ে গেলে, যখন ক্লান্ত ভীষণ তুমি,
আমি পার করে দেবো তোমার নদী পথ,
পৌঁছে দেবো তোমার মনের মানুষের কাছে।

প্রাণ দাও দেখি,
ছুঁয়ে দাও, তোমার আঙুলের তাপ..
সূর্য হয়ে যায়, কিছু জীবন লিখি, আলোর বুকে আলোর স্রোত ভাসিয়ে দিই।

সেজে নি সুখ পাখি,
মন খারাপের গল্প মুছে, সুখ এনে দিই তোমায়।
সেজে নিই হলুদ স্বর্ণচাঁপা,
তোমার ওষ্ঠ দু’টিতে নিকোটিনের গন্ধ মুছে, আমার সুগন্ধে ধুইয়ে দিই।
তারপর তোমার হৃদয়ের যাতনা যতো কেড়ে নিয়ে…নুইয়ে যাব।

শুকিয়ে যাবো,ঝড়ে যাবো,একদিন..
দাও ছুঁয়ে দাও,তোমার আঙুল..জিয়ন কাঠি।

সাগর ঢেউ হয়ে ধুয়ে দিই…তোমায় বার বার।
নোনা জল লিখুক মিষ্টি..রূপকথার গল্প আরেকবার।

গল্প লিখুক হাজার বার, দাও ছুঁয়ে দাও…এই পাথরটিকে।

একটা মন দাও এতে, একটু ভালোবাসি.
আসমাপন ভালোবাসি
দাও দাও…আঙুল ছুঁয়ে দাও…একটু শ্বাস নিই।

Loading

One Comment

Leave A Comment

You cannot copy content of this page